For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপাচার্যদের কাজের ওপর নজর রাখা হচ্ছে! সক্রিয় হোন মমতা বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল

উপাচার্যদের কাজের ওপর নজর রাখা হচ্ছে! সক্রিয় হোন মমতা বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল

Google Oneindia Bengali News

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের সম্ভাবনা। এদিন টুইট করে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বলেছেন উপাচার্যদের ঢাল হিসেবে না দাঁড়িয়ে সক্রিয় হোন। উপাচার্যদের কাজকর্মের ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে চূড়ান্ত পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকা প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, ছাত্রছাত্রীদের উদ্বেগের কথা তাঁর মাথায় আছে।

ইউসিজির নির্দেশিকা নিয়ে অসন্তোষ

ইউসিজির নির্দেশিকা নিয়ে অসন্তোষ

ইউজিসি নির্দেশিকায় জানিয়েছিল চূড়ান্স সেমেস্টারের পরীক্ষা নিতে হবে। সেই নির্দেশিকা নিয়ে শুরুতেই বিরোধিতা করা পশ্চিমবঙ্গ। এছাড়াও একাধিক রাজ্য বিরোধিতা করে। ইউজিসির কাছে চিঠি পাঠিয়ে রাজ্য সরকার বলে পড়ুয়াদের সুস্থ থাকার স্বার্থে ও ভবিষ্যতের দিকে তাকিয়ে তাঁরা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিতে চান না।

মামলা আদালতে

মামলা আদালতে

ইউজিসির নির্দেশিকা সংক্রান্ত মামলা এখন আদালতে রয়েছে। রাজ্যপাল টুইটে জানিয়েছেন, এনিয়ে সোমবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। একই বিষয়ে দিল্লি হাইকোর্ট ও মোব্মে হাইকোর্টে শুনানি হবে ৩০ ও ৩১ জুলাই।

উপাচার্যরা বৈঠকে না আসায়ও ক্ষুব্ধ রাজ্যপাল

উপাচার্যরা বৈঠকে না আসায়ও ক্ষুব্ধ রাজ্যপাল

ফাইনাল পরীক্ষা নিয়ে ইউজিসির সঙ্গে মতের অমিল রাজ্য সরকারের। সেই সমস্যা মেটানোর কথা বলেছিলেন রাজ্যপাল। ১৫ জুলাই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার বৈঠকে সায় না দেওয়ায় কোনও উপাচার্যই রাজ্যপালের আবেদনে সাড়া দেননি। ফলে টুইটে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রী ও উপাচার্যদের প্রতি রাজ্যপাল

মুখ্যমন্ত্রী ও উপাচার্যদের প্রতি রাজ্যপাল

এদিন এক টুইট বার্তায় রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সক্রিয় হতে বলেছেন। রাজ্যপাল বলেছেন, উপাটার্যদের ঢাল হিসেবে দাঁড়াবেন না। উপাচার্যদের কাজের ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান রাজ্যপাল।

ছাত্রছাত্রীদের প্রতি রাজ্যপাল

ছাত্রছাত্রীদের প্রতি রাজ্যপাল

এদিনের টুইটে রাজ্যপাল ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ছাত্রছাত্রীদের স্বার্থই সর্বোচ্চ। তাঁদের উদ্বেগ সারাক্ষণ মাথায় আছে বলে জানিয়েছেন তিনি।

ভারতে আগুন লাগাতে খবর কেটে ছেঁটে, উস্কানিমূলক তথ্য দিয়ে পরিবেশন করেছে চিনা অ্যাপ! কাঠগড়ায় জ্যাক মাভারতে আগুন লাগাতে খবর কেটে ছেঁটে, উস্কানিমূলক তথ্য দিয়ে পরিবেশন করেছে চিনা অ্যাপ! কাঠগড়ায় জ্যাক মা

English summary
Governor Jagdeep Dhankhar says Mamata Banerjee need to be proactive rather shield VCs whose acts are under scanner.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X