For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভার অধিবেশন নিয়েও কি সংঘাত রাজ্যে, ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল

বিধানসভার অধিবেশন নিয়েও কি সংঘাত রাজ্যে, ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল

  • |
Google Oneindia Bengali News

রাজ্যপাল জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন স্থগিত করে দিয়েছিলেন। সংবিধানের ১৭৪ নম্বর ধারা প্রয়োগ করে এই সিদ্ধান্ত গ্রহণের কথা টুইট করে জানান তিনি। এবার বিধানসভার বাজেট অধিবেশনের আবেদন জানিয়ে রাজ্যপালের কাছে ফাইল পাঠিয়েছিল রাজ্য সরকার। রাজ্যপাল সেই ফাইল ফিরিয়ে দিলেন। এর ফলে বিধানসভার অধিবেশন নিয়ে ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত শুরু হয়ে গেল।

বিধানসভার অধিবেশন নিয়েও কি সংঘাত রাজ্যে, ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিধানসভার বাজেট অধিবেশন সংক্রান্ত ফাইল ফেরত পাঠিয়ে টুইট করে জানান, আমার কাছে আসা বিধানসভার অধিবেশেনের ফাইলে মন্ত্রিসভার কোনও অনুমোদন ছিল না। মুখ্যমন্ত্রী অনুমোদন করলেও, মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়নি। তাই ওই ত্রুটিযুক্ত ফাইল ফেরত পাঠানো হয়েছে।

রাজ্যপাল বলেন, সাংবিধানিক ত্রুটিযুক্ত ফাইল বলেই ফেরত পাঠানো হয়েছে। সংবিধান মেনে ফাইল পাঠানোর পর তা ফের বিবেচিত হবে। গত ১২ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দেন রাজ্যপাল। তারর পরিষদয়ীয় দফতর থেকে বাজেট অধিবেশনের আহ্বানের জন্য আবেদন জানিয়েই ফাইল পাঠামনো হয় রাজভবনে।

রাজ্যপাল বলেন, সংবিধানের অনুচ্ছেদ ১১৬(৩) ধারায় ত্রুটি থাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয় ফাইল। এবং তা টুইট করে জনসমক্ষে জানিয়েও দেন রাজ্যপাল। এ বিষয়ে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি জেনেছি। আগামী ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে অধিবেশন ডাকার সিদ্ধান্ত পাস করিয়ে আবার তা পাঠানো হবে রাজ্যপালের কাছে।

রাজ্য এক্ষেত্রে সংঘাতে যাচ্ছে না রাজ্যপালের সঙ্গে। ফের মন্ত্রিসভার বৈঠকে তা পাস করে রাজ্যপালের কাছে ফাইল পাঠানোর পথেই হাঁটছে রাজ্য। রাজ্যের বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা শীঘ্রই। তার আগে রাজ্যপাল টুইট করে বাজেট অধিবেশন স্থগিতের নির্দেশ দেন। এখন বাজেট অধিবেশনের ফাইলও ফেরত পাঠালেন। ফলে বিধানসভার অধিবেশন নিয়ে দ্বন্দ্ব এখনও রয়েই গেল।

বাজেট অধিবেশন ফের পিছিয়ে যাচ্ছে রাজ্যের ১০৮ পুরসভা ভোটের ফলাফল প্রকাশের কারণে। পুরসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পরই রাজ্যের বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। তারপর পেশ হবে বাজেট। এখনও তারিখ চূড়ান্ত হয়নি। ফলে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে ফাইল পাঠানোর সময় পাবে রাজ্য সরকার।

স্বাভাবিক নিয়মে রাজ্যপালের অনুমতি নিয়ে অধিবেশন শুরু করতে হয় বিধানসভায়। সেইমতো রাজ্যপাল উদ্বোধনী ভাষণ দিয়ে শুরু করেন অধিবেশন। রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হয়। সেই নিরিখে রাজ্যপালের অনুমতি না হলে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয় না। তাই রাজ্যপালের কাছে ফের ফাইল পৌঁছনোর পরই অধিবেশন শুরু হবে।

English summary
Governor Jagdeep Dhankhar returns the file of Assembly Budget session before starting in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X