For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গভঙ্গের স্বাক্ষর হওয়া টেবিলকে ঐতিহ্যবাহীর মর্যাদা! টুইটের পরই ট্রোলড রাজ্যপাল

রাজভবনের যে টেবিলে বসে বঙ্গভঙ্গের প্রথম পিটিশনে স্বাক্ষর করেছিলেন, সেই টেবিলকেও ঐতিহ্যবাহী বলে ট্রোলড হলেন বাংলার রাজ্যপাল।

  • |
Google Oneindia Bengali News

রাজভবনের যে টেবিলে বসে বঙ্গভঙ্গের প্রথম পিটিশনে স্বাক্ষর করেছিলেন, সেই টেবিলকেও ঐতিহ্যবাহী বলে ট্রোলড হলেন বাংলার রাজ্যপাল। বিশেষজ্ঞমহল প্রশ্ন তুলেছে, তাহলে কি বঙ্গভঙ্গের মতো ঐতিহাসিক ভুলকে ঠিক বলে মনে করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়? মঙ্গলবার রাজ্যপালের টুইটের পরই সমালোচনার বন্যা বইছে।

বঙ্গভঙ্গ বঙ্গবাসীর বুকে ছুরি

১৯০৫-এ বঙ্গভঙ্গ হয়েছিল। অবিভক্ত বাংলাকে ধর্মের ভিত্তিতে দুইভাগে ভাগ করে দেওয়া মেনতে পারেনি বাঙালি। গর্জে উঠেছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকীরা। রবীন্দ্রনাথ পর্যন্ত রাস্তা নেমে রাখীবন্ধন উৎসব করেছিলেন। এই বঙ্গভঙ্গকে ব্যাখ্যা করেছিলেন বঙ্গবাসীর বুকে ছুরি চালানোর সমান বলে।

বঙ্গভঙ্গ বঙ্গবাসীর বুকে ছুরি

১৯০৫-এ বঙ্গভঙ্গ হয়েছিল। অবিভক্ত বাংলাকে ধর্মের ভিত্তিতে দুইভাগে ভাগ করে দেওয়া মেনতে পারেনি বাঙালি। গর্জে উঠেছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকীরা। রবীন্দ্রনাথ পর্যন্ত রাস্তা নেমে রাখীবন্ধন উৎসব করেছিলেন। এই বঙ্গভঙ্গকে ব্যাখ্যা করেছিলেন বঙ্গবাসীর বুকে ছুরি চালানোর সমান বলে।

রাজ্যপালের টুইটে ঐতিহ্যবাহী বঙ্গভঙ্গের টেবিল

রাজ্যপালের টুইটে ঐতিহ্যবাহী বঙ্গভঙ্গের টেবিল

রাজ্যপাল টুইটে ঠিক কী লিখেছিলেন? রাজ্যপাল লেখেন, পশ্চিমবঙ্গে মানুষের জন্য নতুন বছরের বার্তা রেকর্ড করছি। রাজভবনের ঐতিহাসিক গ্রন্থাগারে বসে আছি সেই ঐতিহ্যবাহী টেবিলের সামনে, যেখানে বসে ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের পিটিশনে সই করেছিলেন।

রাজ্যপালের কথায় আপত্তি বিশেষজ্ঞমহলের

রাজ্যপালের কথায় আপত্তি বিশেষজ্ঞমহলের

রাজ্যপালের এই টুইটে ঐতিহ্যবাহী টেবিল কথায় আপত্তি তুলেছেন বিশেষজ্ঞমহল। প্রশ্ন তুলেছেন, বঙ্গভঙ্গের সেই সিদ্ধান্তের ফল আজও ভোগ করছেন বাংলার মানুষ। আর বাংলার রাজ্যপাল হয়ে তিনি কী করে ওই টেবিলকে ঐতিহ্যবাহী বলে ব্যাখ্যা করলেন?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ট্রোলড

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ট্রোলড

এদিন নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, রাজ্যপাল বঙ্গভঙ্গকে ঐতিহ্যবাহী ঘটনা বলে বিশ্বাস করেন বলেই কি নাগরিকত্ব সংশোধিত আইনকে এত সহজে সমর্থন করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ট্রোলড। রাজ্যপালের ওই পোস্টের নিন্দায় আপামর বাঙালিরা।

English summary
Governor Jagdeep Dhankhar has been trolled telling iconic table of partition of Bengal. Lord Curzon signed on the first petition of partition of Bengal sitting on the table,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X