For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপাল ও বিরোধী দলনেতা লালবাতি হারালেন, পরিবহণ দফতরের নির্দেশিকায় বাদ পড়লেন যাঁরা

বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির মাথায় আর লালবাতি জ্বলবে না। পরিবহণ দফতরের নয়া নির্দেশিকায় লালবাতি হারালেন ৫ পদাধিকারী।

Google Oneindia Bengali News

বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির মাথায় আর লালবাতি জ্বলবে না। পরিবহণ দফতরের নয়া নির্দেশিকায় লালবাতি হারালেন ৫ পদাধিকারী। ১৯ থেকে কমে ১৪ পদাধিকারী এবার লাল-নীলবাতি ব্যবহার করেত পারবেন বাংলায়। রাজ্যপাল-বিরোধী দলনেতা ছাড়াও আর তিন পদাধিকারী লালবাতি হারালেন।

রাজ্যপাল ও বিরোধী দলনেতা লালবাতি হারালেন, বাদ পড়লেন যাঁরা

রাজ্যের পরিবহণ দফতরের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল-বিরোধী দলনেতা ছাড়াও কলকাতা পুরসভার মেয়র, বিধানসভার অধ্যক্ষ ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গাড়ি থেকে লালবাতি-নীলবাতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুক্রবার পরিবহণ দফতরের নির্দেশিকায় লালবাতির সুবিধা হারিয়েছেন পাঁচ সাংবিধানিক ও প্রশাসনিক শীর্ষ কর্তা।

রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লালবাতি লাগানো গাড়ির পরিষেবা হারানোয়, তা নিয়ে বিতর্ক হবে বিস্তর। পরিবহণ দফতর তাই এই লালবাতি-নীলবাতি বিধির আগাম ব্যাক্যা দিয়েছেন। সেই ব্যাখ্যায় পরিবহণ দফতর জানিয়েছে, রাজ্যপাল ও বিরোধী দলনেতা পুলিশ এসকর্ট পান। সেখানে যেহেতু বাতি ব্যবহার করা হবে, তাই আলাদাভাবে লালবাতি ব্যবহারের কোনও প্রয়োজন নেই।

রাজ্যের পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মাত্র ১৪ জন পদাধিকার এই সুবিধা পাবেন। ভুয়ো আধিকারিকদের চিহ্নিত করতে এই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ভুয়ো আইপিএস ও আইএএস আধিকারিকদের খুঁজতে সুবিধা হবে। মুখ্যমন্ত্রী-সহ এই তালিকায় রয়েছেন ১৪ পদাধিকারী। তাঁরা হলেন- মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী, মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, ডিভিশনাল কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, ডিজি দমকল, আয়কর ও শুল্ক দফতরের কমিশনার, পুলিশর আইজি ও ডিআইজি, জেলাশাসক, পুর কমিশনার, রাজ্য মিউনিসিপ্যাল কমিশনার, জেলা পুলিশ সুপার, সাব ডিভিশনার অফিসার ও পুলিশ অফিসাররা। এছাড়া পুলিশ প্যাট্রিলংয়েও ব্যাবহার করা যাবে।

এর আগে লালবাতি-নীলবাতি ব্যবহারকারী পদের সংখ্যা ছিল ১৯। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালে ওই ১৯ পদের তালিকা তৈরি করা হয়। রাজ্যের পরিবহণ দফতর তা কমিয়ে ১৪-তে নিয়ে এল এবার। সাত বছর আগের নির্দেশিকা এবার পরিবর্তন দল দেবাঞ্জন দেব-কাণ্ড সামনে আসার পর।

English summary
Governor Jagdeep Dhankhar and Opponent leader Suvendu Adhikari will not use red and blue light car. West Bengal transport department releases a list of car users.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X