For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কের মধ্যে অন্য এক 'ত্রাসে'র বার্তা রাজ্যপালের, বিরোধ ফের তুঙ্গে

করোনা আতঙ্কের মধ্যে অন্য এক ত্রাস সঞ্চার করলেন রাজ্যপাল, বিরোধী ফের তুঙ্গে

Google Oneindia Bengali News

করোনার আতঙ্ক চলছে গোটা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে্ বিঁধতে ছাড়লেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি তাঁর মত জাহির করলেন এই করোনা আতঙ্কের মাঝে। মানুষের প্যানিক আটকাতে রাজ্য সরকার যখন যার পর নাই তটস্থ, তখন রাজ্যপাল রাজনৈতিক ত্রাসের বার্তা উত্তাপ ছড়ালেন।

করোনা আতঙ্কের মধ্যে অন্য এক ত্রাস সঞ্চার করলেন রাজ্যপাল, বিরোধী ফের তুঙ্গে

তিনি বলেন, রাজ্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাঁদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। তাঁরা যদি তথ্য জানার অধিকার আইনে কোনও প্রভাবশালীর বিরুদ্ধে কিছু জানতে যায়, তবে তাঁদের উপর চাপ সৃষ্টি করা হয়। হেনস্থা করা হয় তাঁদের। এই অযথা চাপ প্রয়োগ গণতন্ত্রের পরিপন্থী।

বুধবার তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠান। এই বৈঠকের পরিপ্রেক্ষিতে বিবৃতি জারি করে রাজভবন। রাজ্যপালের এই বিবৃতির পর কড়া সমালোচনা করে শাসক দল তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এক জন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে রাজ্যপালের এ ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করছি।

তিনি বলেন, এই ধরনের মন্তব্য নিন্দনীয়। তিনি একজন রাজনৈতিক ব্যক্তির মতো আচরণ করছেন। রাজভভনে বসে তিনি প্ররোচনা দিচ্ছেন। বাংলার মানুষ এই ধরনের কাজকর্ম মেনে নেবে না। উল্লেখ্য, রাজভবন বিবৃতি দিয়ে জানায়, তথ্য জানার অধিকার আইনকে যোগ্য মর্যাদা দেওয়া হয় না। রাজ্যপাল প্রধান তথ্য কমিশনারকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।

English summary
Government Jagdeep Dhankhar slams TMC government on political panic. He says there is no independence to know information
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X