For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে যে ছুটিগুলিতে পড়তে চলেছে কোপ, মন খারাপ সরকারি কর্মীদের

পুরনো বর্ষের বিদায় হয়ে গিয়েছে, নতুনকে বরণ করে নিয়েছে মানুষ। বিদায় ২০১৮। স্বাগত ২০১৯। নতুন বছরের প্রারম্ভেই আলোচনা বছরের ছুটির তালিকা নিয়ে। আর তা দেখেই মাথায় হাত।

  • |
Google Oneindia Bengali News

পুরনো বর্ষের বিদায় হয়ে গিয়েছে, নতুনকে বরণ করে নিয়েছে মানুষ। বিদায় ২০১৮। স্বাগত ২০১৯। নতুন বছরের প্রারম্ভেই আলোচনা বছরের ছুটির তালিকা নিয়ে। আর তা দেখেই মাথায় হাত সরকারি কর্মীদের। বেসরকারি কর্মীদেরও যাঁরা শনিবার বা রবিবার ছুটি পান, তাঁদের কাছে খারাপ খবর নিয়ে এল ২০১৯। এবার বেশ কিছু ছুটি বাতিল হচ্ছে শনি ও রবিবারের জন্য।

নতুন বর্ষের ক্যালেন্ডার ছুটিতে কোপ

নতুন বর্ষের ক্যালেন্ডার ছুটিতে কোপ

নতুন বর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, এবার শনি ও রবিবার পড়েছে বেশ কিছু উৎসব ও অনুষ্ঠান। ফলে সেই ছুটির দিনগুলি মার খেতে বসেছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই এই কথা চিন্তা করে রাজ্য সরকারি কর্মীদের খুশির খবর শুনিয়ে রেখেছেন। এক ধাক্কায় ছুটিতে অনেকটাই কোপ পড়ায়, এ বছর বাড়ছে ছুটির সংখ্যা কিছুদিন বাড়িয়ে দিয়েছেন। তাতে সরকারি কর্মীদের দুঃখ অনেকটাই মিটবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কবে কোন ছুটি বাতিল

কবে কোন ছুটি বাতিল

২০১৯-এ প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি পড়েছে শনিবার। সরস্বতী পুজো ১০ ফেব্রুয়ারি রবিবার। ডা. বি আর আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিলও পড়েছে রবিবার। আবার মহালয়া ২৮ সেপ্টেম্বর, দুর্গাপুজোর মহাসপ্তমী ৬ অক্টোবর, কোজাগরি লক্ষ্মীপুজো ১৩ অক্টোবর, এমনকী কালীপুজো ২৭ অক্টোবরও রবিবার। ফলে মাটি হয়ে যেতে বসেছে ওই দিনগুলির ছুটিও।

২৭ থেকে বেড়ে ৩১ দিন

২৭ থেকে বেড়ে ৩১ দিন

এর ফলে সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭-এ। তবে মুখ্যমন্ত্রীর সৌজন্যে তা ফের বেড়ে দাঁড়ায় ৩১-এ। ২০১৮ সালে পুজোর আগে থেকেই ২০১৯-এর এই সুখবরটা দিয়ে রেখেছেন তিনি। ২০১৮-য় সরকারি কর্মীদের ছুটির সংখ্যা ছিল ৩৫। তা থেকে এক ধাক্কায় ছুটি কমে দাঁড়ায় ২৭-এ।

[আরও পডু়ন:দল বিরোধী কাজের অভিযোগ! বিজেপি থেকে বহিষ্কৃত চার জেলা নেতা][আরও পডু়ন:দল বিরোধী কাজের অভিযোগ! বিজেপি থেকে বহিষ্কৃত চার জেলা নেতা]

মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় আট থেকে চার

মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় আট থেকে চার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এড়ায়নি সরকারি কর্মীদের এই ছুটিতে কোপ পড়ার বিষয়টি। তাই তিনি আগাম ঘোষণা করে জানিয়ে দেন, ২৭ থেকে বাড়িয়ে তিনি ছুটি করে দিলেন ৩১ দিন। মাঝামাঝি একটা সমঝোতা! ৩৫ থেকে ছুটি কমল ঠিকই। কিন্তু সামনে বছরের ক্যালেন্ডারে যে ছুটি আটদিন কমেছিল, তা মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় কমে দাঁড়াল চারে।

[আরও পড়ুন: পূরণ হয়নি সরকারের ১ মাস! মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেসকে 'চরম' হুঁশিয়ারি মায়াবতীর][আরও পড়ুন: পূরণ হয়নি সরকারের ১ মাস! মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেসকে 'চরম' হুঁশিয়ারি মায়াবতীর]

মমতা যে অঙ্কে বাড়ালেন ছুটি

মমতা যে অঙ্কে বাড়ালেন ছুটি

মুখ্যমন্ত্রী জানান, যেসব ছুটি পড়েছে রবিবার, সেগুলিতে পরের দিন ছুটি পাবেন সরকারি দফতরের কর্মীরা। কিন্তু এর থেকে আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে চারদিন ছুটি কমই মেনে নিতে হবে কর্মীদের। চারদিন অ্যাডজাস্ট করা সম্ভব হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন:বছরের শুরুতেই বিরাট সুখবর দিল মোদী সরকার, রেলের ১৪ হাজার শূন্যপদে নিয়োগ ][আরও পড়ুন:বছরের শুরুতেই বিরাট সুখবর দিল মোদী সরকার, রেলের ১৪ হাজার শূন্যপদে নিয়োগ ]

English summary
Government employees will be compelled to consider the holidays for Sunday. Though CM Mamata Banerjee decides to increase the holiday from 27 days to 31 days in this year,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X