For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেলমেট পরে বাস চালাচ্ছেন সরকারি বাসের চালকরা

শ্রমিক সংগঠন গুলির ডাকে গোটা দেশে ২৪ ঘণ্টার ভারত বনধ পালিত হচ্ছে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও।

Google Oneindia Bengali News

শ্রমিক সংগঠন গুলির ডাকে গোটা দেশে ২৪ ঘণ্টার ভারত বনধ পালিত হচ্ছে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। ধর্মঘটীদের হামলার হাত থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহন দফতর। বাসচলকদের দেওয়া হয়েছে হেলমেট। সকাল থেকে শহর কলকাতা এবং জেলার বিভিন্ন রুটে বাস চালকরা হেলমেট পরে বাস চালাচ্ছেন।

হেলমেট পরে বাস চালাচ্ছেন সরকারি বাসের চালকরা

যাদবপুর বাসস্ট্যান্ডের সরকারি বাসের এক চালক জানিয়েছেন, আত্মরক্ষার জন্যই দফতরের পক্ষ থেকে েহলমেট দেওয়া হয়েছে তাঁদের। তাই ধর্মঘটের দিন হেলমেট পরে গাড়ির স্টিয়ারিং ধরেছেন তাঁরা। উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও দেখা গিয়েছে এই একই ছবি। সেখানে ধর্মঘটীরা তাঁকে হেলমেট খুলতে বললে অস্বীকার করেন বাসচালক। এই নিয়ে ধর্মঘটীদের সঙ্গে বচসাও হয়।

শহর কলকাতার অধিকাংশ সরকারি বাসেই বাস চালকরা আজ হেলমেট পরে বাস চালাচ্ছেন। জেলার শহরগুলিতেও একই ছবি ধরা পড়েছে।

English summary
Government bus drivers are wearing helmet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X