For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুতর অসুস্থ মাকে দেখার কেউ নেই! সাতদিনের জন্যে গৌতম কুন্ডূকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

জামিন পেলেন রোজভ্যালি-কর্তা গৌতম কুন্ডু। দীর্ঘ বছর কেটে গিয়েছে কারাগারে অন্ধকারে। কখনও কলকাতা তো কখনও মেদিনীপুরের কোনও সংশোধনাগারে দিনের পর দিন কাটাতে হচ্ছে একসময়ের রোজভ্যালির সর্বময় কর্তাকে।

  • |
Google Oneindia Bengali News

জামিন পেলেন রোজভ্যালি-কর্তা গৌতম কুন্ডু। দীর্ঘ বছর কেটে গিয়েছে কারাগারে অন্ধকারে। কখনও কলকাতা তো কখনও মেদিনীপুরের কোনও সংশোধনাগারে দিনের পর দিন কাটাতে হচ্ছে একসময়ের রোজভ্যালির সর্বময় কর্তাকে।

কিন্তু অবশেষে মুক্তির স্বাদ! তবে কয়েকদিনের জন্যেই মাত্র তাড় জামিন মঞ্জুর করা হয়েছে।

গৌতম কুন্ডূকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

জানা গিয়েছে, আজ শুক্রবার কলকাতা হাইকোর্ট গৌতম কুন্ডুর জামিনের আবেদন মঞ্জুর করেছে। তবে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।

আদালত সুত্রের খবর, সাতদিনের জন্যে রোজভ্যালি-কর্তার জামিন মঞ্জুর করা হয়েছে। আগামী ৯ অগস্ট থেকে জামিন দেওয়া হয়েছে গৌতম কুন্ডুকে। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে এই জামিন আদালত তাঁকে দিয়েছে। আদালতের এই সিদ্ধান্তে খুশি গৌতম কুন্ডু। এমনটাই আইনজীবী মারফৎ জানা গিয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে জেল বন্দি রয়েছেন গৌতম কুন্ডু। রাজ্যের একাধিক জেলাতে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। আর এই মামলাগুলির জন্যে বিভিন্ন আদালতে হাজিরা দিতে হয় তাঁকে। এই অবস্থায় মা অসহায় অবস্থায় রয়েছেন বলে দাবি রোজভ্যালি কর্তার। এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের জন্যে আবেদন জানান।

দীর্ঘ শুনানি শেষে আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। যদি এর আগে জামিনের আবেদন করলে আদালত জানিয়ে দেয় যে, এই মুহূর্তে রোজভ্যালি মামলাতে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট। এই অবস্থায় জামিন দেওয়া গৌতম কুন্ডুকে জামিন দেওয়া সম্ভব নয় বলে জানায় কলকাতা হাইকোর্ট। এরপরেই অন্তর্বর্তী জামিন দেওয়ার জন্যে আবেদন জানানো হয়।

সেই আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে এই জামিন আদালত দেয়। বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। জানা গিয়েছে, অন্তর্বর্তী এই জামিনে নগদ ৫০ হাজার এবং ১০ হাজার টাকার দু'টি পৃথক সিকিয়োরিটি বন্ড জমা রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

শুধু তাই নয়, আদালত নির্দেশে আরও জানিয়েছে যে, গৌতম কুন্ডুকে জামিন দেওয়া হলেও তাড় উপর নজরদারি থাকবে। আর সে জন্যে সর্ব ক্ষণ দু'জন সশস্ত্র পুলিশ তাঁর উপর নজরদারি চালাবে বলে নির্দেশ আদালতের। পাশাপাশি ১৬ অগস্ট সকাল সাড়ে ১০টার মধ্যে গৌতম কুন্ডুকে জেলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রোজভ্যালি কর্তা

উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলাতে চিটফান্ড মামলার তদন্তে সিবিআই। সারদা-কাণ্ড সামনে আসার পরেই এই বিষয়ে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। দীর্ঘ শুনানি শেষে আদালত সারদা-কাণ্ডের তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বাংলার চিটফান্ড কাণ্ডের তদন্ত করে দখার নির্দেশ দেওয়া হয়। সেই তদনতে নেমে গৌতম কুন্ডুকে গ্রেফতার করে সিবিআই।

২০১৫ সালের গোড়ায় রোজ ভ্যালির বিরুদ্ধে তদন্তে নামে ইডি। চার বছর পরে সব হিসেব একত্র করে ইডি এখন জানতে পারছে, বাজার থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা তুলেছিলেন গৌতম। রোজভ্যালিতে আরও প্রয়োজন বলে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক রাজ্যে রোজভ্যালির জ্বাল ছড়িয়ে পড়ে বলেও জানতে পেরেছে ইডি।

English summary
Goutam Kundu gets interim bail, In Rosevalley scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X