For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোর্চার শান্তি-প্রস্তাবের মাঝেই গুরুংদের কড়া বার্তা, কী বললেন গৌতম দেব

এতদিন শুধু কেন্দ্রের উপরই ভরসা রেখেছিল মোর্চা নেতৃত্ব। কিন্তু মোর্চা সেই অবস্থান বদল করেছে। তারই মধ্যে গৌতমবাবুর কড়া বার্তা।

  • |
Google Oneindia Bengali News

পাহাড় নিয়ে ফের মোর্চাকে তোপ দাগলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বিমল গুরুংদের আন্দোলনকে অগণতান্ত্রিক বর্বরোচিত বলে ব্যাখ্যা করেন। গৌতমবাবু বলেন, মোর্চার এই অগণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে কেউ থাকবেন না। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে মোর্চা সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান তিনি।

২৪ ঘণ্টা আগেই পাহাড়ে শান্তি ফেরাতে রাজ্যকে আলোচনার প্রস্তাব দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এতদিন শুধু কেন্দ্রের উপরই ভরসা রেখেছিল মোর্চা নেতৃত্ব। কিন্তু মোর্চা সেই অবস্থান বদল করে রাজ্যকেও বার্তা দিয়েছে আলোচনায় বসে পাহাড় সমস্যার সমাধানে পথ বের করার। তারা ত্রিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তত বলে জানিয়েছেন বিমল গুরুংরা।

মোর্চার শান্তি-প্রস্তাবের মাঝেই গুরুংদের কড়া বার্তা, কী বললেন গৌতম দেব

কিন্তু তারই মধ্যে মোর্চাকে তীব্র কটাক্ষ করলেন গৌতম দেব। তিনি বলেন, মোর্চা ধ্বংসাত্মক আন্দোলন চলছে। জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। তিনি আর্জি জানান, পাহাড়ের আন্দোলনকে কেউ সমর্থন করবেন না। সরকার কড়া হাতে এই জঙ্গি কার্যকলাপের মোকাবিলা করবে। অবিলম্বে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হরবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী।

মোর্চা যখন পাহাড়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে রাজ্যকে, পাহাড় থেকে অনির্দিষ্টকালীন বনধ প্রত্যাহারেরও ইঙ্গিত দিয়েছে, তখন গৌতমবাবুর এই আবেদন বুমেরাং হতে পারে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে।

গোর্খাল্যান্ড ইস্যুতে আড়ই মাস যাবৎ বনধ ও আন্দোলন চালাচ্ছে মোর্চা। রাজ্যের আলোচনার আর্জি এতদিন কানেই তোলেননি বিমল গুরুংরা। এই প্রথম আলোচনায় বসতে সম্মত হয়েছে মোর্চা। এরই মধ্যে গৌতমবাবু তোপ দাগলেন বিমল গুরুং ও মোর্চার উদ্দেশ্যে।

ওয়াকিবহাল মহল মনে করছে, বিস্ফোরণের ঘটনায় গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু হওয়ায় চাপের মুখে নিজেদের অবস্থান বদল করেছে মোর্চা। দার্জিলিংয় ও কালিম্পংয়ে বিস্ফোরণের ঘটনায় সব মহলই তীব্র নিন্দা করেছেন। এমনকী পাহাড় আন্দোলনের সহযোগী দলগুলিও এই ঘটনার সমালোচনা করেন। ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েই গুরুংরা পিছু হটতে বাধ্য হচ্ছেন।

গৌতমবাবু আরও বলেন, বিমল গুরুং-রা জীবন নিয়ে ছিনিমিনি খেলছে পাহাড়ে। মানুষ কখনও এই সিদ্ধান্ত মেনে নেবে না। মোর্চা অবিলম্বে তাই বনধ প্রত্যাহার করুক। শান্তির পথে ফিরুক। আবেদন জানান গৌতমবাবু।

English summary
Goutam Dev gives strong message to Bimal Gurung to return peace at hill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X