For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অপসারিত' গৌতম, সিপিএম-এ নয়া যুগের সূচনায় কে হলেন উত্তরসূরি

উত্তর ২৪ পরগনায় জেলা সম্পাদক বদল করল সিপিএম। নতুন সম্পাদক হচ্ছেন মৃণাল চক্রবর্তী। জেলা সম্পাদক মণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

উত্তর ২৪ পরগনায় জেলা সম্পাদক বদল করল সিপিএম। নতুন সম্পাদক হচ্ছেন মৃণাল চক্রবর্তী। জেলা সম্পাদক মণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

'অপসারিত' গৌতম, সিপিএম-এ নয়া যুগের সূচনায় কে হলেন উত্তরসূরি

উত্তর ২৪ পরগনায় সিপিএম-এর নতুন জেলা সম্পাদক হচ্ছেন মৃণাল চক্রবর্তী। অসুস্থ গৌতম দেবের জায়গায় আসছেন তিনি। ২০১২ সাল থেকে উত্তর ২৪ পরগনায় জেলা সিপিএম-এর দায়িত্বে ছিলেন গৌতম দেব। দীর্ঘদিন ধরেই স্নায়ূর সমস্যায় অসুস্থ তিনি। দলীয় বৈঠকে যোগ দেওয়াই হোক কিংবা সমাবেশ সবেতেই বাধ সাধছিল শরীর। গৌতম দেব নিজেও পদ ছাড়ার বার্তাও দিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম-এর অন্দরেও তাই জেলা সম্পাদক বদলের কথা উঠছিল।

৮ ফেব্রুয়ারি থেকে বারাসতে বসেছিল উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম-এর সম্পাদকমণ্ডলীর বৈঠক। রবিবারই বৈঠকের শেষ দিন। সেখানে রবিবার সকালেই সম্পাদক বদলের সিদ্ধান্তের কথা জানানো হয়। ৭০ জনের নতুন জেলা কমিটি গঠনের কথাও জানানো হয়েছে।

'অপসারিত' গৌতম, সিপিএম-এ নয়া যুগের সূচনায় কে হলেন উত্তরসূরি

মূলত বসিরহাট-হাসনাবাদ অঞ্চলের নেতা মৃণাল চক্রবর্তী। গৌতম দেব ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি। এর আগে অবশ্য বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন মৃণাল চক্রবর্তী।

রাজ্য কমিটির সদস্য মৃণাল চক্রবর্তী। এর আগে রাজ্য কমিটিতে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে ভোটাভুটিতে জোটপন্থীদের পক্ষেই ভোট দিয়েছিলেন তিনি। ফলে জোটপন্থী মৃণাল চক্রবর্তী জেলা সম্পাদক নির্বাচিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস জোটপন্থী সিপিএম নেতাদের মহলে।

২০১৪-র লোকসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই সিপিএম নেতৃত্বের অন্দরে জেলার সম্পাদক পদে রদবদলের দাবি জোরাল হয়। স্বচ্ছ এবং অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে সামনে রেখে লড়াইয়ের পরিকল্পনার কথা বারবার বলা হয়।

English summary
Goutam Dev of CPM replaced by Mrinal Chakraborty as District Secretary of North 24 Parganas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X