For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুকিং করতে এলে জবাব দিন! বাম ভোট রামে যাওয়া রুখতে ডাক গৌতম দেবের

বায়না নেবেন না। যদি কেউ বলে বুকিং করছি, তাহলে বলে দিন, সিপিএমকেই ফিরিয়ে আনবেন। ফেসবুক বার্তায় এমনটাই বললেন সিপিএম নেতা গৌতম দেব। সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের উদ্বুদ্ধ ক

  • |
Google Oneindia Bengali News

বায়না নেবেন না। যদি কেউ বলে বুকিং করছি, তাহলে বলে দিন, সিপিএমকেই ফিরিয়ে আনবেন। ফেসবুক বার্তায় এমনটাই বললেন সিপিএম নেতা গৌতম দেব। সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টাও করেন তিনি।

কবে থেকে পরিবর্তন হবে আবহাওয়ার, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা, একনজরেকবে থেকে পরিবর্তন হবে আবহাওয়ার, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা, একনজরে

বহু মানুষের ভালবাসা ছিল বামপন্থীদের প্রতি

বহু মানুষের ভালবাসা ছিল বামপন্থীদের প্রতি

সিপিএম-এর উত্তর ২৪ পরগনায় জেলার ফেসবুক লাইভে গৌতম দেব বলেন, একটা সময়ে মানুষ বামপন্থীদের যথেষ্টই ভাসবাসা দিয়েছেন। না হলে ৩৪ বছর ক্ষমতায় থাকা যায় না। সঙ্গে তিনি বলে কেন এখন মানুষ ভোট দিচ্ছেন না, তা অনুসন্ধান করতে হবে। ত্রুটির কথা স্বীকার করে নিতে হবে বলেও মন্তব্য করেন গৌতম দেব।

বায়না নেবেন না

বায়না নেবেন না

গৌতম দেব বলেন, বায়না নেবেন না। যদি কেউ বলেন, বুকিং করেছি, তাহলে তাঁদের বলে দিন, সিপিএমকেই ফিরিয়ে আনব।

৪৫ শতাংশ মানুষ বিজেপি ও সহযোগীদের ভোট দিয়েছেন

৪৫ শতাংশ মানুষ বিজেপি ও সহযোগীদের ভোট দিয়েছেন

তিনি বলেন, ৪৫ শতাংশ মানুষ বিজেপি ও সহযোগীদের ভোট দিয়েছেন। বামেরা তার ধারে কাছে যেতে পারেনি। তিনি বলেন, সিপিএমের আমলে দাঙ্গা ছিল না। সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিয়ে গৌতম দেব বলেন, কোনও দেশে গণতন্ত্র সুরক্ষিত আছে কিনা, তা প্রমাণিত হয়, সেই দেশে সংখ্যালঘুরা কেমন আছে তার ওপর নির্ভর করে।
শিখ নিরাপত্তারক্ষীদের হামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিহত হওয়ার পর রাজ্যে শিখদের নিরাপত্তা জ্যোতি বসুর উদ্যোগ স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

 দলের কর্মীদের উজ্জীবিত করে পরামর্শ

দলের কর্মীদের উজ্জীবিত করে পরামর্শ

দীর্ঘদিন পরে দলের কর্মীদের উজ্জীবিত করলেন সিপিএম নেতৈ গৌতম দেব। তবে তা সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি বলেন, বুথ কমিটি মানেই এলাকার সিপিএম কর্মীরা নন। সেখানে এলাকার সৎ শিক্ষক এবং সৎ দোকানদারদের সুযোগ দিতে হবে। বামফ্রন্ট সরকারের সাফল্য প্রচারের ওপরও তিনি জোর দিয়েছেন। তাঁর পরামর্শ রাজনৈতিক পরিচয় না দেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে গৌতম দেবের পরামর্শ এলাকা ভরিয়ে দিতে হবে লাল পতাকায়। বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্ট সর্বত্র ছড়িয়ে দিতে হবে পতাকা।

English summary
Goutam Deb calls for stop left vote going to Ram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X