For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ফের মাথাচাড়া দিয়েছে পৃথক রাজ্যের দাবি, গোর্খাল্যান্ড নিয়ে সরব পাহাড়ের একাংশ

ফের পৃথক রাজ্যের দাবি উঠল বাংলায়। গোর্খাদের একটি অরাজনৈতিক সংগঠন ন্যাশনাল গোর্খাল্যান্ড কমিটি চাইছে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হতে।

  • |
Google Oneindia Bengali News

ফের পৃথক রাজ্যের দাবি উঠল বাংলায়। গোর্খাদের একটি অরাজনৈতিক সংগঠন ন্যাশনাল গোর্খাল্যান্ড কমিটি চাইছে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হতে। গোর্খাল্যান্ড অঞ্চলকে বিচ্ছিন্ন করে ওই নামে পৃথক রাজ্য গঠনের দাবি জানিয়েছে তারা। ন্যাশনাল গোর্খাল্যান্ড কমিটি বা এনজিসির সম্পাদক মনীশ তামাং এই পৃথক রাজ্যের দাবি তোলার কথা সরাসরি স্বীকার করেছেন।

গোর্খাল্যান্ড দাবি ফের উঠল

গোর্খাল্যান্ড দাবি ফের উঠল

তিনি বলেন, সম্প্রতি আমাদের একটি বৈঠকে এই গোর্খাল্যান্ড অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। কমিটিতে যে তিন দফা প্রস্তাব গৃহীত হয়েছে, সেখানে উল্লেখ করা প্রথমটি হল পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হতে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার বিষয়। এনডিএ সরকার এই ইস্যুর স্থায়ী সমাধানের জন্য ২০১৪ ও ২০১৯ সালে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা রক্ষা হয়নি।

সাংবিধানিক সমাধানের সন্ধানে

সাংবিধানিক সমাধানের সন্ধানে

দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, এই বিষয়টিতে সাংবিধানিক সমাধানের সন্ধান করতে হবে। আর তৃতীয়টি হ'ল গোর্খাল্যান্ডের ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছাশক্তি, যা জম্মু-কাশ্মীর ও লাদাখের ক্ষেত্রে প্রদর্শিত হয়েছিল। এই কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সহায়তা করার জন্য আবেদন জানাবে। তাঁরা যাতে সাংবিধানিক অধিকার পান, সেই চেষ্টা চালানো হবে।

দার্জিলিং পশ্চিমবঙ্গের ছিল না!

দার্জিলিং পশ্চিমবঙ্গের ছিল না!

সভায় উপস্থিত দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা বলেন, একমাত্র রাজনৈতিক সমাধান পশ্চিমবঙ্গ সরকারকেই করতে হবে। দার্জিলিং কখনই পশ্চিমবঙ্গের অংশ ছিল না। তাই আমরা এই দাবিকে পশ্চিমবঙ্গে থেকে বিচ্ছেদ হওয়া বলছি না। এই মর্মে বুদ্ধিজীবী, গোর্খা বিশেষজ্ঞ, সাংবাদিক, শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং আইনজীবিদের সমন্বয়ে ১৪ সদস্যের এনজিসি কমিটি গঠন করা হয়েছে আগেই।

English summary
National Gorkhaland Committee has demanded the demerging Gorkhaland region from West Bengal. They want to form a separate state with the same name,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X