For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোর ধাক্কা রাজ্য বিজেপিতে, মমতায় আস্থা রেখে তৃণমূলের সঙ্গী হচ্ছে এনডিএ-র শরিক

গোর্খা জনমুক্তি মোর্চাও এবার বিজেপি সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন রাজ্যসভায় এবার তৃণমূলকেই সমর্থন করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মোর্চার বিধায়করা।

Google Oneindia Bengali News

সংসদে একের পর এক বিচ্ছেদ বার্তা ধেয়ে আসছে শাসক বিজেপির দিকে। ইতিমধ্যেই টিডিপি বিজেপি-সঙ্গ ছেড়েছে। বিজেপিকে ছাড়তে পা বাড়িয়ে রয়েছে শিবসেনা থেকে শুরু করে রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। আর বিজেপির এই সংকটপূর্ণ অবস্থায় রাজ্য বিজেপিও জোর ধাক্কা খেল এবার। গোর্খা জনমুক্তি মোর্চাও এবার বিজেপি সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন রাজ্যসভায় এবার তৃণমূলকেই সমর্থন করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মোর্চার বিধায়করা।

জোর ধাক্কা রাজ্য বিজেপিতে, মমতায় আস্থা রেখে তৃণমূলের সঙ্গী হচ্ছে এনডিএ-র শরিক

[আরও পড়ুন: মন্ত্রীর এলাকাতেই উন্নয়ন, অন্যত্র শুধুই অন্ধকার! জেলা সভাপতির বার্তায় 'সিঁদুরে মেঘ' তৃণমূলে][আরও পড়ুন: মন্ত্রীর এলাকাতেই উন্নয়ন, অন্যত্র শুধুই অন্ধকার! জেলা সভাপতির বার্তায় 'সিঁদুরে মেঘ' তৃণমূলে]

গোর্খা জনমুক্তি মোর্চাকে এতদিন বিজেপি নিজেদের শরিক বলেই দাবি করে আসছিল। নয়া জিজেএম সুপ্রিমো বিনয় তামাং এনডিএ ছাড়ার বার্তা দেওয়ার পরও রাজ্য বিজেপি মনে করছিল, মোর্চার তিন বিধায়ক আগের মতো তাঁদের সঙ্গেই থাকবেন। কিন্তু সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে বিজেপির সেই আশায় জল ঢেলে দিয়েছেন তিন বিধায়কই। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মোর্চার বিধায়করা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্যসভার ভোটে তাঁরা তৃণমূলের সঙ্গেই থাকবেন।

জোর ধাক্কা রাজ্য বিজেপিতে, মমতায় আস্থা রেখে তৃণমূলের সঙ্গী হচ্ছে এনডিএ-র শরিক

[আরও পড়ুন: দলিতের পর টার্গেট কৃষক-শ্রমিক-মৎস্যজীবী! নয়া পঞ্চায়েত-কৌশল বিজেপির 'চাণক্যে'র ][আরও পড়ুন: দলিতের পর টার্গেট কৃষক-শ্রমিক-মৎস্যজীবী! নয়া পঞ্চায়েত-কৌশল বিজেপির 'চাণক্যে'র ]

আসন্ন রাজ্যসভায় তাঁরা কাকে ভোট দেবেন, তা চূড়ান্ত করবে তৃণমূল কংগ্রেসই। সেক্ষেত্র তাঁরা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে ভোট দিতে পারেন। মোর্চার এই ঘোষণা আগামী ২০১৯-এর নিরিখে বিজেপি শিবিরের কাছে অশনি সংকেত হয়ে ধেয়ে আসছে। কারণ পাহাড়ের আসনটিও এবার বিজেপি হারাতে চলেছে মোর্চার সঙ্গত্যাগের জেরে।

আর একইসঙ্গে আসন্ন লোকসভায় মোর্চা-তৃণমূল আরও কাছাকাছি আসতে চলেছে। রাজনৈতিক মহলের অভিমত, লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনটি তৃণমূল কংগ্রেস বা তাঁদের শরিক হিসেবে গোর্খা জনমুক্তি মোর্চা পেতে পারে। পাহাড়ে এবার বিজেপির আশা শূন্য।

[আরও পড়ুন: ফের রোষ শ্যামাপ্রসাদে, ফলক বিকৃতিতে কালিমালিপ্ত ঐতিহ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়][আরও পড়ুন: ফের রোষ শ্যামাপ্রসাদে, ফলক বিকৃতিতে কালিমালিপ্ত ঐতিহ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়]

English summary
Gorkha Janmukti Morcha supports to Trinamool Congress for Rajya sabha election. Three GJM MLAs give message to Bengal Bjp that their confidence with Mamata Banerjee,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X