For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তারস্বরে গান বাজিয়ে পুজোর ভাষাণ, প্রতিবাদ করায় শিল্পী দম্পতির বাড়িতে হামলা, নিস্ক্রিয় পুলিশ

Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ জানুয়ারি : তারস্বরে মাইকে গান বাজিয়ে সরস্বতী পুজোর ভাষাণ। প্রতিবাদ করায় হামলা চালানো হল জনপ্রিয় বাচিক শিল্পী দম্পতি গৌরী ঘোষ ও পার্থ ঘোষের বাড়িতে। মধ্যরাতেই চলে উন্মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব। অশ্রাব্য গালিগালাজ, ইঁটবৃষ্টি। পুলিশকে খবর দিয়েও লাভ হয়নি। দমদম থানার পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে আতঙ্কে দম্পতি।

ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে শিল্পী গৌরী ঘোষ জানান, "সরস্বতী পুজো থেকেই তারস্বরে মাইকে গান বাজিয়ে নাচানাচি শুরু হয়। সারাদিন এত আওয়াজে অতিষ্ট পাড়ার সবাই। কিন্তু তাও বাচ্চারা পুজো করছে ভেবে সবাই চুপ ছিলাম। কিন্তু বিসর্ঝনের দিন বাচ্চারা শুধু নয়, ৮-১০ জন যুবকও ছিল। তারা কেউই পাড়ার নয় বহিরাগত। দেখেই বোঝা যাচ্ছিল অপ্রকৃতিস্থ অবস্থায় রয়েছে তারা।"

তারস্বরে গান বাজিয়ে পুজোর ভাষাণ, প্রতিবাদ করায় শিল্পী দম্পতির বাড়িতে হামলা, নিস্ক্রিয় পুলিশ

"প্রায় রাত একটা নাগাদ বিশাল জোরে আওয়াজ চেঁচামিচি করে আমাদের বাড়ির নীচেই নাচানাচি করছিল ওরা। শোরগোল কম করতে অনুরোধ করাতেই চিৎকার করে অশ্রাব্য গালিগালাজ দিতে শুরু করে তারা। ঢিল ছুঁড়তে থাকে।" চোখেমুখে তখনও আতঙ্ক শ্রীমতি ঘোষের।

এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন শিল্পী পার্থ ঘোষ। পার্থবাবু বলেন, "রাতেই দুষ্কৃতি হামলার খবর পুলিশে জানানো হয়। অনেকক্ষণ পর একটি পুলিশের ভ্যান এসে ঘুরে শুধু চলে যায়। আমাদের সঙ্গে কথা বলা তো দুরের ব্যাপার কথা পর্যন্ত বলেননি তারা। পুলিশের গাড়িটি চলে যেতেই দুষ্কৃতীদের উন্মত্ততা আরও বেড়ে যায়। বাড়ির ভিতর ঢুকে দরজায় দমাদম লাথি মারতে শুরু করে। একটা সময় মনে হচ্ছিল, দরজা ভেঙে ঢুকে না পরে।" সকাল থেকে সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে অবশেষে ঘটনা ঘটার আটঘন্টা পর শিল্পী দম্পতির বাড়িতে যায় পুলিশ।

গোটা ঘটনায় আতঙ্কিত পরিবার। পার্থবাবু বলেন, এই দল বা ওই দল বলছি না, কোনও রাজনৈতিক রংও দেখছি না, কিন্তু তরুণ সমাজ যাদের হাতে আমাদের ভবিষ্যৎ তারা যদি এভাবে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে তা যথেষ্ট উদ্বেগ আমাদের কাছে। আমরা, আতঙ্কিত, অসহায় বোধ করছি।

English summary
Goons attack artist Partha Ghosh-Gouri's home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X