For Quick Alerts
For Daily Alerts
জাকপুরে লাইনচ্যুত মালগাড়ি, হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল
কলকাতা, ৯ এপ্রিল : পশ্চিম মেদিনীপুরের জাকপুরে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ব্যাহত হল হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল। শনিবার রাত দশটার পর একটি মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগন ও একটি রেক ভ্যান লাইনচ্যুত হয়।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এর ফলে রাতে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন থমকে যায়। পুরী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, গীতাঞ্জলী এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস, চেন্নাই-হাওড়া মেল ট্রেন এক একটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

রাতের দিকে ট্রেনগুলি স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রাতে লাইন মেরামতির পরে এদিন সকাল থেকে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে হাওড়ামুখী লাইনে সমস্যা রয়েছে। দুপুরের আগে সেই সমস্যা মিটবে বলে মনে হয় না। লোকাল অন্তত ১০টি ট্রেন এই ঘটনার জেরে বাতিল করতে হয়েছে। তবে যাত্রীদের হয়রকানি হলেও কারও কোনও ক্ষতি হয়নি।