সোনার দাম ৬৩ হাজার পার করতে চলে শীঘ্রই! ২৮ ডিসেম্বর কলকাতার দর একনজরে
২০২০ সালের শেষ লগ্নে এসে সোনার দাম ফের উর্ধ্বমুখী। সোমবার ২৮ ডিসেম্বর পাল্লা দিয়ে বাড়তে শুরু করে দিয়েছে সোনার দাম। এদিন সোনার দাম বাড়লেও তা অগাস্টের ৫৬ হাজারের রেকর্ড দর ছুঁতে পারেনি। এমন এক পরিস্থিতিতে ২৮ ডিসেম্বর সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল , দেখা যাক।

২৮ ডিসেম্বর সোনার দাম
এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ সূচকে সোনার দাম ১০ গ্রামে দাঁড়াল ৫০,৫৬১ টাকা। এই মরশুমে সূচকে ন্যূনতম সোনার দাম ছিল ৪৮,০০০ টাকা। এদিন , সোনার দাম এমসিএক্স সূচকে সোনার দাম বেড়েছে ০.৯ শতাংশ।

রুপোর দাম
রুপোর দাম ১ কেজিতে বেড়েছে ৩.১৪ শতাংশ। ফলে ১ কেজি রুপোর দাম ৬৯, ৫৭৮ টাকা। উল্লেখ্য, রুপোর দাম রীতিমতো বিয়ের মরশুমে এভাবে চড়তে থাকায়, তা নিয়ে চাঙ্গা বাজার।

কলকাতায় ২৮ ডিসেম্বর সোনার দাম
কলকাতায় ২৮ ডিসেম্বর সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,৫৪০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,১৪০ টাকা রয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৫৮০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫১, ৯০৫টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে দাম ৪৯,২১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,২১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাম ৪৮,৮০০ টাকা, অন্যদিকে সোনার ৫৩,২৩০ টাকা দাম ২৪ ক্যারেটে।
(তথ্যসূত্র গুড রিটার্নস )

সোনার দাম ৬৩ হাজার ছাড়াতে পারে!
এদিকে খবর সোনার দাম যেভাবে উর্ধমুখী হতে শুরু করেছে, তাতে ২০২১ সালে তা ৫০ হাজার ছাড়িয়ে ১০ গ্রামে ৬৩ হাজার টাকা হবে। মার্কিন ডলারের নমনীয়তা ও মার্কিন স্টিমুলাস প্যাকেজের ট্রেন্ডের জেরেই সোনার দাম এভাবে বাড়তে পারে।
