For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দামে হু হু করে পতন অব্যাহত! কলকাতায় আজ দর কোথায় ঠেকল জানুন

সোনার দামে হু হু করে পতন অব্যাহত! কলকাতায় আজ দর কোথায় ঠেকল জানুন

  • |
Google Oneindia Bengali News

পর পর দিনে সোনার দামে হু হু করে পতন অব্যাহত। গত এক সপ্তাহ প্রায় টানা সোনার দামের বৃদ্ধি হলেও এ সপ্তাহের ক'টা দিন কাটতেই পতনমুখী সোনালী ধাতু। এমন পরিস্থিতিতে ১৪ অগাস্ট সোনার দাম কোথায় গিয়ে ঠেকেছে দেখে নিন।

 সোনার দাম

সোনার দাম

সোনার দাম এমসিএক্স গোল্ড ফিচারে এদিনও পতনের দিকে এগিয়েছে। সোনার দাম ১০ গ্রামে এদিন দাঁড়িয়েছে ৫২৫৯৬ টাকা। অর্থাৎ্ ১০ গ্রামের হিসাবে সোনার দাম কমেছে ০.৬৫ শতাংশ। ৫৬ হাডার টাকার রেকর্ড দামের উচ্চতা থেকে কার্যত সাপ লুডোর ঘুঁটির মতো পড়েছে সোনার দাম।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ফের পড়েছে। সেপ্টেম্বরের সিলভার ফিচারে ১ শতাংশ দাম কমেছে রুপোর। ফলে এক কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৭০, ৩৪৫ টাকা।

 সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

কলকাতায় সোনার দাম ২৪ ক্যারেটে এদিন ৫৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। এদিন ২৪ ক্যারেটে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম হয়েছে ৫৪,৬৮০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের দাম ৫১,৯৯০ টাকা হয়েছে।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে এদিন ২৪ ক্যারেটের সোনার দাম ৫৫, ৭৬০ টাকা। ২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৫১,১১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৫১,২০০ টাকা। ২৪ ক্যারেটে ৫২,২০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৫৫,১০০ টাকা।

(তথ্য সূত্র-গুড রিটার্নস)

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পাঁচ বছরের মধ্যে দেশে তৈরি হবে ২৩টি নতুন এক্সপ্রেসওয়েযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পাঁচ বছরের মধ্যে দেশে তৈরি হবে ২৩টি নতুন এক্সপ্রেসওয়ে

English summary
Gold rate in India falls down, know kolkata's price on 14 August in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X