২৫ নভেম্বর সোনার দাম হু হু করে নেমে ৪৮ হাজারে! কলকাতার দর একনজরে
সোনার দামের (Gold Price) পতন বুধবারেও অব্যাহত। মঙ্গলবারে সোনার দামে প্রবল পতন পরিলক্ষিত হয়েছে। রাত পোহাতেই বুধবারেও বাজারে এক ধারা। ফলে এক ধাক্কায় সোনার দাম ৫০ হাজারে নিচে তলে আসে সোনার ফিউচার মূল্যে। ২৫ নভেম্বর সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল দেখে নেওয়া যাক।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এ সোনার দাম
এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামের ফিউচারমূল্য ১০ গ্রামে ০.২১ শতাংশ কমে যায়। দশ গ্রামে এদিন সোনার দাম ৪৮ হাজার ৪৮৫ টাকা দাঁড়ায়। গত কয়েক দিনে সোনার দাম মোট ১ হাজার ৮০০ টাকা কমেছে। অন্যদিকে স্পট গোল্ডের ক্ষেত্রে সোনার দাম ১০৪৯ টাকা কমেছে।

রুপোর দাম
রুপোর দাম এদিন এমসিএক্স ফিচারে ০.২২ শতাংশ পড়েছে. ফলে ১৩১ টা কেজি প্রতি রুপোতে এদিন কমেছে। ! কেজি রুপো এদিন সস্তা হয়ে দাঁড়িয়েছে ৫৯, ৪৯০ টাকা।

সোনার দাম
কলকাতায় ২৫ নভেম্বর কলকাতায় এদিন ২৫ নভেম্বর সোনার দাম দাঁড়িয়েছে ২২ ক্যারেটে ৫০, ০৮০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৫২, ৪৮০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ক্যারেটে ৪৬,০০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম এদিন দক্ষিণী শহরে দাঁড়িয়েছে ৫০, ১৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৯, ৭৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫০, ৭৫০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭৬৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫১, ৯৮০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)

কালীঘাটের হিটলার শাসন ছড়ে চলে আসুন, আক্রমণ সায়ন্তনের,বিজেপির মহাপ্রস্থান পর্ব চলছে, পাল্টা সৌগতর