For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম ৫০, ০০০ টাকার অঙ্ক ছুঁয়ে ফেলল! কলকাতায় দর কোনদিকে

  • |
Google Oneindia Bengali News

একদিকে লকডাউনের জেরে গয়নার দোকানে ক্রেতার কমতি দেখা যাচ্ছে, তার সঙ্গে জুড়ল সোনার আকাশচুম্বী দাম! সমস্ত দিক দিয়েই এবার সোনার গয়না বিক্রেতারা নাস্তানাবুদ। এদিন সোনার দাম ছুঁয়ে ফেলেছে ৫০ হাজারের গণ্ডি।

 সোনার দাম উর্ধ্বমুখী

সোনার দাম উর্ধ্বমুখী

সোনার দামের পারদ ৫০,০০০ টাকা ছুঁয়ে ফেলেছে। ১০ গ্রাম সোনার দাম এদিন ৫০,৪০৫ টাকা। লন্ডন , নিউ ইয়র্ক , সুইৎজারল্যান্ডের স্টক মার্কেটে সোনার দাম হু হু করে বাড়তে শুরু করেছে। যার প্রভাব ভারতের বাজারেও পড়েছে বলে খবর।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম অন্যদিকে নিচের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। রুপোর দাম এক কেজিতে কমে গিয়ে ৪৮, ৪৮২ টাকা হয়ে গিয়েছে। তবে রুপোর দামের ঘুরপাক গতকয়েক দিনে একই জায়গায় রয়েছে। গত কয়েক দিনে ৪৮ হাজারের কাছেই ঘুরছে রুপোর দাম।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম এদিন ২৪ ক্যারেটে ৪৯,০৪০ টাকা। ২২ ক্যারেটে এই সোনার দাম ৪৭,৭৫০ টাকা। বিয়ের মরশুমে সোনার দাম এভাবে বাড়তে থাকায় চিন্তায় গয়না বিক্রেতারা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

মুম্বই , দিল্লিতে সোনার দাম

মুম্বই , দিল্লিতে সোনার দাম

মুম্বই ও দিল্লিতে সোনার দামও এদিন ৫০ হাজারের আশপাশে। চেন্নাইতে ২৪ সোনার দাম ২৪ ক্যারেটে ৫০, ৫৭০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮, ৪১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৮, ২৬০ টাকা।

হেমন্ত ম্যাজিকে মণিপুরে 'শাহি ঘরানা’ ধরে রাখল বিজেপি, কংগ্রেসের বাড়া ভাতে ছাই দিয়ে ফের ক্ষমতা দখলহেমন্ত ম্যাজিকে মণিপুরে 'শাহি ঘরানা’ ধরে রাখল বিজেপি, কংগ্রেসের বাড়া ভাতে ছাই দিয়ে ফের ক্ষমতা দখল

English summary
Gold Price touches Rs. 50, 000 in India, know Kolkata's rate on 25 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X