৩০ নভেম্বর সোনার দামে ৪ বছরের মধ্যে রেকর্ড পতন! কলকাতায় সোমবারের গর একনজরে
অগাস্টে সোনার দাম একরকম সর্বোচ্চ অঙ্কের রেকর্ড ছুঁয়েছে। আর নভেম্বরের শেষদিন আসতেই তা নামতে শুরু করে। সোনার দাম মাসিক পতনের নিরিখে এদিন গত ৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন স্পট গোল্ড বিশ্ববাজারে প্রবল পতন দেখেছে।

সোনার দাম
৩০ নভেম্বর সোনার দাম স্পট গোল্ডে ১.২ শতাংশ কমেছে। ফলে প্রতি আউন্সে স্পট গোল্ড এদিন ১,৭৬৬. ২৬ মার্কিন ডলার দাঁড়িয়েছে। শুধুমাত্র নভেম্বরে সোনালী ধাতুর দাম ৬ শতাংশ নেমেছে। যা কোনও মাসে সবচেয়ে কম দামের নিরিখে গত ৪ বছরে দেখা যায়নি। এর আগে গত শুক্রবার ঘরোয়া বাজারে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০. ৮৫ শতাংশ কমে। ফলে দাম দাঁড়ায় ১০ গ্রামে ৪৮, ১০৬ টাকা।

রুপোর দাম
এদিন, রুপোর দাম প্রতি আউন্সে ৩.২ শতাংশ কমেছে। ফলে প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে ২১. ৯৬ মার্কিন ডলার। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বাজার বন্ধ ছিল সকালেষ ফলে, সকালের সেশনের দাম উঠে আসেনি।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৩০ নভেম্বরে দাঁড়িয়েছে ৪৮,৮৩০ টাকা। ৫১ ,০৩০ টাকা রয়েছে ২৪ ক্যারেটে সোনার দাম।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫, ২৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯, ৩৫২ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৭, ২৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮. ২৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৮৩০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১১০০ টাকা।
(তথ্য সূত্র গুজ রিটার্নস)

মমতার বাংলায় সম্ভব, মোদী-শাহর 'ভারতে' নয়! কেন্দ্রকে কোন চ্যালেঞ্জ ডেরেকের?