লক্ষ্মীবারে সোনা, রুপোর দাম কোথায় গিয়ে ঠেকল! একনজরে ৫ নভেম্বর কলকাতার দর
সামনের সপ্তাহেই ধনতেরস। তার আগে সোনার দামের উত্থান পতনের দিকে সকলেরই নজর রয়েছে। এদিকে, মার্কিন নির্বাচনের ফলাফল ঘিরে অনিশ্চয়তা ক্রমাগতই থাবা বসিয়েছে বাজারে। একনজরে দেখে নেওয়া যাক সোনার দাম ৫ নভেম্বর কোথায় গিয়ে ঠেকল ভারতের বাজারে।

সোনার দাম ৫ নভেম্বর
এদিন সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫১, ২২৬ টাকা। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের গোল্ড ফিউচারে সোনার দাম ০. ৮ শতাংশ বেড়েছে। বহুদিন বাদে সোনার দাম এই মাসে বাড়ল। মার্কিন নির্বাচনকে মাথায় রেখে এই দামের নিম্নগতি বহুদিন ধরে দেখা গিয়েছে। স্পট গোল্ডের দাম এদিন প্রতি আউন্সে ১,৯০৪ মার্কিন ডলার হয়েছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম ধনতেরসের আগে ফের বেড়েছে। ১ কেজিতে রুপোর দাম ১.২ শতাংশ বেড়েছে। ১ কেজিতে রুপোর দাম ৫ নভেম্বর দাঁড়িয়েছে ৬২,০৮৬ টাকা।

কলকাতায় সোনার দাম
সোনার দাম এদিন ২২ ক্যারেটে দাঁড়িয়েছে কলকাতায় ৪৯,৯৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম দাম এদিন দাঁড়িয়েছে, ৫২,৬৮০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
দেশের অনান্য শহরের মধ্যে চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৯০০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে রয়েছে ৫২,২৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৫০, ২৬০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,২৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫৪১৬০ টাকা।
কে বড় হিন্দু! প্রতিযোগিতা চলছে তৃণমূল-বিজেপির, কটাক্ষ অধীরের