ধনতেরাসের আগে সোনার দাম কলকাতায় আজ কত! দেশে সোনালী ধাতুর মূল্য একনজরে
মার্কিন নির্বাচনের পর থেকেই বাজার চাঙ্গা সোনা রুপোর ক্ষেত্রে। এদিকে, সামনেই দীপাবলি। তার আগে সোনা আর রুপোর (Gold and Silver Price) দর তেড়ে দখল জমিয়েছে বাজারের ময়দানে। একনজরে দেখে নেওয়া যাক ভারতে তথা কলকাতায় ৯ নভেম্বর সোনার ও রুপোর দাম কত রয়েছে।

সোনার দাম ৯ নভেম্বর
আন্তর্জাতিক বাজারে এদিন পারদ চড়িয়েছে সোনার দাম। ডলারের মূল্য হ্রাস পেতেই বেড়েছে সোনার দাম। এমসিএক্স গোল্ড ফিউচারে এদিন ১০ গ্রাম সোনার দাম ৫২০০০ টাকা হয়েছে। এদিন সকালে সোনার দাম ০. ১৬ শতাংশ বেড়েছে। তারপরই ৯ নভেম্বর সোনার দাম ৫২, ২৫২ টাকা হয়েছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৯০ শতাংশ বেড়েছে। ফলে ধনতেরাসের সপ্তাহে রুপোর দাম এদিন ৫৮৭ টাকা বেড়েছে । ফলে এদিন ১ কেজি রুপোর দাম হয়েছে ৬৫,৯২২ টাকা।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম এদিন ২২ ক্যারেটে ছিল ৪৯,৫২০ টাকা। ২৪ ক্যারেটে কলকাতায় ধনতেরাসে সপ্তাহের প্রথমেই সোনার দাম ছিল ৫২,৭২০ টাকা।

দেশের অন্যান্য শহরে সোনার দাম
দেশের অন্যান্য শহরে সোনার দাম ২২ ক্যারেটে ৫১, ২৩০ টাকা দাঁড়িয় মুম্বইতে, ২৪ ক্যারেটে ৫২,২৩০ টাকা রয়েছে মুম্বই শহরে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৫০, ৬৫০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫৫,২৫০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,২২০ টাকা। ২৪ ক্যারেটে এই শহরে সোনার দাম ৫৩, ৩৮০ টাকা।
(তথ্যসূত্র -গুড রিটার্নস)

কংগ্রেসের সঙ্গে জোট কোন পর্যায়ে, ব্যাখ্যা! অধীরকে কি মুখ্যমন্ত্রী মানবে সিপিএম, কোন উত্তর সূর্য-র