১ ডিসেম্বর সোনার দাম বিয়ের মরশুমে কোথায় পৌঁছল! কলকাতার দর একনজরে
সোনা ও রুপোর দামের দিকে ক্রমাগত নজর বাড়তে শুরু করেছে বিয়ের মরশুমের ঘিরে। এদিকে মার্কিন নির্বাচন থেকে কোভিড পরিস্থিতির জেরে ক্রমেই সোনার দামে উথাল পাথাল দেখা গিয়েছে। ১ ডিসেম্বর সোনার দাম ( Gold Price) কোনদিকে গেল দেখে নেওয়া যাক।

সোনার দাম ১ ডিসেম্বর
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ফেব্রুয়ারি মাসের ফিউচারে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৮,০৭০ টাকা। সোনার দাম এদিন ০. ৩ শতাংশ বেড়েছে গোল্ড ফিউচারে। শেষ সেশনে সোনার দাম ০. ৪ শতাংশ বেড়েছিল । তবেএরফলেও সোনাপ দাম ৫০০০০ পার করতে পারেনি।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে দাঁড়িয়েছে ৬০, ৯৭৭ টাকা। রুপোর দাম এদিন ১.২ শতাংশ বেড়েছে। এর আগে শেষ সেশনে রুপোর দাম ০. ২ শতাংশ বেড়েছিল।

সোনার দাম কলকাতায়
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে এদিন ছিল ৪৮,৮৪০ টাকা। ২৪ ক্যারেটে ছিল ৫১,০৪০ টাকা। ফলে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম বিয়ের মরশুমে অনেকটাই কমে দাঁড়িয়েছে ৫৩ হাজারের নিচে ২৪ ক্যারেটে ।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫, ৩২০ টাকা। ২৪ ক্যারেটে ৪৯, ৪৪০ টাকা। মুম্বইতে সোনার দান ২২ ক্যারেটে ৪৬,৯২০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৯২০ টাকা। দিল্লিতে ২২ ক্য়ারেটে সোনার দাম ৪৭,০৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,৩২০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস )

অন্নদাতারা রাস্তায় নেমেছেন, মোদী টিভিতে মিথ্যা বলছেন! কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ রাহুলের