সোনার দামে হু হু করে পতন ধনতেরসের আগে! কলকাতায় ১১ নভেম্বর দর একনজরে
মাঝে মাত্র আর একটা দিন। ১৩ নভেম্বর ধনতেরাস (Dhanteras)। তার আগে ভারতের ঘরোয়া সোনার দরে (Gold Price) হুহু করে পতন দেখা গেল ১১ নভেম্বর। গত ৩ দিন এই নিয়ে দ্বিতীয়বার নামল সোনার দাম। একনজরে দেখে নেওয়া যাক ১১ নভেম্বর সোনার দামের গতি কোনদিকে গিয়েছে।

সোনার দাম MCX অনুযায়ী
সোনার দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ফিচউচারে ০.১৫ শতাংশ কমেছে। ফলে সোনার দাম ধনতেরাসের আগেই দেশে ৫০,৪২৫ টাকা হয়েছে। স্পট গোল্ড অন্যদিকে প্রতি আউনে ০.২ শতাংশ বেড়েছে। ফলে প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে ৮৭৯.৩১ মার্কিন ডলার।

রুপোর দাম ১১ ধনতেরাসের আগে
রুপোর দাম এদিন ধনতেরাসের আগে দাঁড়িয়েছে এক কেজিতে ৬২,৮৩২ টাকা। এক কেজিতে এদিন রুপোর দাম কমছে ০.৩৫ শতাংশ। শেষ সেশনে রুপোর দাম ৩.৩ শতাংশ বাড়ে। ফলে এর আগে ২০০০ টাকা প্রতি কেজিতে বাড়ে রুপোর দাম।

কলকাতায় সোনার দাম ১১ নভেম্বর
কলকাতায় ২২ ক্যারেটে এদিন সোনার দাম ৪৯, ১৬০ টাকা। অন্যদিকে শহরে ধনতেরাসের একদিন আগে সোনার দাম ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫২,৫৩০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম এদিন চেন্নাইতে ২২ ক্যারেটে ছিল ৪৭, ৬৯০ টাকা, ২৪ ক্যারেটে ছিল ৫২,০২০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৯, ৬৫০ টাকা, ২৪ ক্যারেটে রয়েছে ৫০,৬৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৯,১৬০ টাকা, ২৪ ক্যারেটে রয়েছে ৫৩,৬৫০ টাকা।
(তথ্য় সূত্র -গুড রিটার্নস )

ডাঁহা ফেল এক্সিট পোল, এনডিএকে জিতিয়েও বিহারের আম জনতা চাইছেন না নীতীশকে