For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দামে ফের পতন! কলকাতায় দর কোথায় গিয়ে ঠেকল

সোনার দামে ফের পতন! কলকাতায় দর কোথায় গিয়ে ঠেকল

Google Oneindia Bengali News

সোনার দাম ফের একবার নিম্নমুখী। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সোনার দাম নামতে শুরু করায় বিনিয়োগকারীদের খানিকটা দুশ্চিন্তা বেড়েছে। এদিন গোটা দেশে সোনার দামের পরিস্থিতি কী ছিল, দেখে নেওয়া যাক একনজরে।

সোনার দামের গতি

সোনার দামের গতি

এদিন, গোল্ড ফিচার্স ০.৩৬ শতাংশ পড়েছে। যার জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১৭৪ টাকা সস্তা হয়েছে। ফলে সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭, ৮৭২ টাকায়। বহু দিন বাদে সোনার দাম গিয়ে ঠেকেছে ৪৮ হাজার টাকার নিচে।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দামও এদিন পতনমুখী। প্রতি কেজিতে রুপোর দাম ১৭২ টাকা কমেছে। রিপোর দাম ০.৩৫ শতাংশ কমেছে প্রতি কেজিতে। ফলে রুপোর দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৯,০০৫ টাকা প্রতি কেজিতে।

 সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায় এদিন ছিল ২৪ ক্যারেটে ৪৮ হাজার ,৩৩০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৭,২৭০ টাকা। এদিন সকালের সেশনে যদিও মনে করা হচ্ছিল যে খানিকটা উন্নতি হতে পারে সোনার দরের, তবে তা সেভাবে পরিলক্ষিত হয়নি।

 মুম্বই ,দিল্লিতে সোনার দাম

মুম্বই ,দিল্লিতে সোনার দাম

সোনার দাম মুম্বইতে ২৪ ক্যারেটে ৪৭,৪৭০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে ৪৮,৩৩০ টাকা। চেন্নাইতে ৫০,৮৬০ টাকা রয়েছে ২৪ ক্যারেটে। অন্যদিকে বাগিচা শহর বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৯,৭৭০ টাকা হয়েছে।

English summary
Gold Price today gets down in India, know kolkata's rate in bengali on 6 July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X