For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম দুর্গাপুজোর মরশুমে কোনদিকে গিয়েছে! একনজরে কলকাতার দর

সোনার দাম দুর্গাপুজোর মরশুমে কোনদিকে গিয়েছে! একনজরে কলকাতার দর

  • |
Google Oneindia Bengali News

সোনার দাম উৎসবের মরশুমে ফের উর্ধ্বমুখী ট্রেন্ড ধরে নিয়েছে। গত কয়েকদিনে সোনার দাম যেভাবে নামতে শুরু করে দেয়, বলে দেখা গিয়েছে, তেমনভাবে বাকি সময়ে সোনার দামে সেভাবে হেরফের হয়নি। তবে দুর্গাপুজোর মরশুম শুরু হতেই সোনার দাম হু হু করে বেড়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে , সোনার দাম ও রুপোর দাম দেশে ধনতেরাসের আগেই হু হু করে বাড়ছে। এর আগে বাজার বিশেষজ্ঞরা বলেছেন যে , সোনার দাম ও রুপোর দাম ফের একবার বাড়তে শুরু করে দেবে। এগকে, ১৩ অক্টোবরের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে দেখা গিয়েছে, সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে হু হু করে বেড়ে যাচ্ছে। একনজরে দেখা যাক ১৩ অক্টোবর সোনার ও রুপোর দাম ১৩ অক্টোবর কোথায় গিয়ে ঠেকেছে।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ০.১৯ শতাংশ পড়ে গিয়েছে। ডিসেম্বর ৩ এর সোনার ফিউচার মূল্যে উত্থান এসেছে। ১০ গ্রামে সোনার দাম ৪৭,২৯০ টাকা হয়েছে এদিন। এর আগে বাজার ১০ গ্রামে সোনার দাম ৪৭,১৯৮ টাকায় শেষ করে। পরে দাম খানিকটা বাড়ে। এদিকে ঘরোয়া সোনার বাজারে স্পট গোল্ট এখনও ২৪ ক্যারেটে ৪৭ হাজার টাকার ঘরে রয়েছে। ১০ গ্রামে ২৪ ক্যারেটে স্পট গোল্ডের দাম ৪৭,৩১০ টাকা। আর রুপোর দাম ১ কেজিতে ৬১ , ৭৪৯ টাকা হয়েছে। দুইটি ধাতুর দামনই জিএসটিকে বাদ দিয়ে রয়েছে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১ কেজিতে ডিসেম্বর ৩ এর ডেলিভারি মূল্যে ০.৭২ শতাংশ উঠে গিয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬২,০৩৫ টাকা হয়েছে। ইন্ডিয়া বুলিয়ান জুয়েলার্সের মতে ঘরোয়া বাজারে ১ কেজি রুপোর দাম ৬১,৭৪৯ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

পাকা সোনার দাম ১ গ্রামে ৪৬৫০ টাকা হয়েছে। ১০ গ্রামে ৪৬৫০০ টাকা হয়েছে
সোনার দাম। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৯৫ টাকা হয়েছে। ১০ গ্রামে দাম ৪৫৯৫০ টাকা হবে। গহনার সোনার দাম ১ গ্রামে ৪৫২৫ টাকা হয়েছে কলকাতায় , ১০ গ্রামে ৪৫,২৫০ টাকা হয়েছে।

ভারতের অন্যান্য শহরে সোনার দাম

ভারতের অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৪৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৪৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৬,২৯০ টাকা, ২২ ক্যারেটে এদিকে, ২৪ ক্যারেটে ৪৭,২৯০ টাকা রয়েছে সোনার দাম মায়ানগরীতে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,২৯০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,১৬০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস )

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Gold Rate Kolkata, West Bengal , India:Check October 13, 2021 hallmark gold price in Kolkata and other cities of West Bengal in Bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X