For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকর্মা পুজোর দিন সোনার দাম কোন দিকে! কলকাতা সহ বাকি শহরের দর একনজরে

বিশ্বকর্মা পুজোর দিন সোনার দাম কোন দিকে! কলকাতা সহ বাকি শহরের দর একনজরে

  • |
Google Oneindia Bengali News

সোনার দাম ভারতে ফের একবার নিম্নমুখী। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন গত বছরের সোনার দামের থেকে রেকর্ড পরিমাণ কমতির দিকে গিয়েছে। গত কয়েকদিন ধরেই সোনার দামে ব্যাপক পতন দেখা গিয়েছে। তবে এরপর সোনা সেবাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। পর পর সেশনে সোনার দাম হু হু করে পড়ে গিয়েছে। ফলে ২০২০ সালে ৫৬ হাজারের ঘরে যে সোনার দাম ছিল , তা থেকে বহু অংশে পড়ে গিয়েছে সোনালীধাতু। ফলে পুজোর আগে সোনার গহনা বিক্রেতাদের কাছে বড়সড় সুযোগ এটি বলে মনে করা হচ্ছে। এদিতে গত অগাস্ট মাসে সোনার খুচরো ব্যবসায় বহু গহনা বিক্রেতারা লাভবান হয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সোনার দাম বিশ্বকর্মা পুজোর দিন কোথায় গিয়েছে দেখা যাক।

 সোনার দাম ১৭ সেপ্টেম্বর

সোনার দাম ১৭ সেপ্টেম্বর

ভাদ্রমাসের সংক্রান্তিতে সোনার দাম হু হু করে নেমেছে। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.০৩ শতাংশ পড়ে যায়। সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ এই পরিস্থিতি দাঁড়ায় সোনার দামে। এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম শুক্রবার খানিকটা বৃদ্ধির দিকে ছিল। স্পটগোল্ডের দাম এদিন ০.৩ শতাংশ হয়েছে। ফলে স্পট গোল্ডের দাম এক আউন্সে ১,৭৫৮.১০ মার্কিন ডলার হয়েছে। এদিন গ্রিনিচের সময় সাড়ে তিনটে নাগাদ এই দাম দাঁড়ায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ১,৭৫৯.৫০ মার্কিন ডলার হয়। এদিন সোনার ফিউচার মূল্য মার্কিন বাজারে ০.২ শতাংশ বাড়ে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ১ কেজিতে ৬১,২৩১ টাকা দাঁড়িয়েছে। বাজারের হিসাব অনুযায়ী রুপোর দাম ০.২৫ শতাংশ নেমেছে। সামনেই পুজোর মরশুম। বাঙালিদের মধ্যে উৎসবের আবহে সেভাবে সোনা বা রুপো কেনার চল না থাকলেও, দেবীকে মানতের গহনা দেওয়ার রীতি রয়েছে । সেই জায়গা থেকে রুপোর দামে কমতি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এদিকে, সোনার দাম ১০ গ্রামে ভারতে ৪৭,৩৩০ টাকা গত বেশ কয়েকদিন ধেরই চলছিল। ফলে পুজোর মরশুমে যেভাবে সোনার দাম হু হু করে নেমে যাচ্ছে তেমনই রুপোর দামের কমতিও তাৎপর্যপূর্ণ ঘটনা।

সোনার দাম কলকাতায় আজ

সোনার দাম কলকাতায় আজ

বিশ্বকর্মা পুজোর দিন সোনার দাম আজ ফের ৪৭ হাজার টাকার ঘরে। ১০ গ্রামে পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ৪৭৫০০ টাকা, ১ গ্রামে ৪৭৫০ টাকা পাকা সোনার দাম, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে কলকাতায় আজ ৪৫০৫ টাকা, ১০ গ্রামে ৪৫০৫০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ১ গ্রামে ২২ ক্যারেটে ৪৫৭৫ টাকা ১০ গ্রামে সোনার দাম ৪৫৭৫০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,৬২০ টাকা। মুম্বই ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৩৮০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬৩৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৫,৭৫০ টাকা, ৪৯,৯৫০ টাকা। বেঙ্গালুরুর সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৪০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম সেখানে ৪৭৩৫০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Gold Price:Check 17 September 2021 hallmark price in India. Know rate of 22 and 24 carate Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X