কলকাতায় আজ সোনার দাম কত! বিয়ের মরশুমের আগে দামী ধাতুর দর কোনদিকে
উৎসবের মরশুমের পাশাপাশি সামেনই বিয়ের মরশুম। আর তার আগে সোনার দামের দিকে নজর সব মহলের। আর বিয়ের মরশুমের আগে দেশে সোনার দামে ফের বড় পতন। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX)সোনার দাম(Gold Price) কোথায় পৌঁছল দেখে নেওয়া যাক।

সোনার দাম ১৮ নভেম্বর
সোনার দাম এমসিএক্স গোল্ড ফিউচারে এদিন ০. ৪৩ শতাংশ কমেছে। ১০ গ্রাম সোনার দাম এদিন ৫০, ৫৪৬ টাকা হয়েছে। ফলে পর পর তৃতীয় দিনে দাম কমেছে সোনার। এবার বিয়ের মরশুমের আগে তাই হগনা বিক্রেতারা খানিকটা স্বস্তিতে থাকতে পারেন।

রুপোর দাম
এদিন রুপোর দাম এমসিএক্স ফিউচারে হয়েছে এক কেজিতে ৬২, ৮৭৫ টাকা। দাম এদিন পড়েছে ০. ৬ শতাংশ। ফলেদামের এই গতি খানিকটা বাজারে বিলগ্নীকরীদের চিন্তায় রাখছে।

কলকাতায় সোনার দাম
সোনার দাম এদিন কলকাতায় ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৫০, ০৩০ টাকা। ২৪ ক্যারেটে বিয়ের মরশুমের কলকাতায় সোনার দাম ৫২, ৪৩০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৮৪০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ২২০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৯, ৮৯০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম মুম্বইতে ৫০, ৮৯০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯, ৩৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫৩, ৮৩০ টাকা।
(তথ্যসূত্র -গুড রিটার্নস)

শুভেন্দুর গলায় এবার নয়া স্লোগান! মমতার নাম নিয়ে কী আভাস মেগা শো-এর আগে