For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম আজ কোথায় পৌঁছল, ৭ মে কলকাতা সহ একাধিক শহরে দর একনজরে

সোনার দাম আজ কোথায় পৌঁছল, ৭ মে কলকাতা সহ একাধিক শহরে দর একনজরে

Google Oneindia Bengali News

গত দুই মাস থেকে ১৫ দিনের হিসাবে এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম উর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে। এদিকে ঘরোয়া বাজারেও একই ট্রেন্ড বর্তমান। ১৮ ক্যারেটের সোনার আদ পাইকারী বাজার দর ৩৭,৫৯০ টাকা। ১৪ ক্যারেটে সোনার দাম ৩১,২৫০ টাকা হয়েছে। এই প্রেক্ষাপটে দেখে নেওয়া যাক ৭ মে সোনার দাম কোথায় দাঁড়াল।

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কত?

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কত?

সোনার দাম ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৩৬ শতাংশ বেশি রয়েছে। এদিকে গতকাল গোটা দিন ৪৭ হাজারের ঘরে ঘোরাফেরা করেছে সোনা। ২৪ ক্যারেট সোনাকে উৎকৃষ্ট মানা হয়। সেই সোনা ১০ গ্রামে ৪৬,৯৯৯ টাকা। সেই অনুযায়ী ১৪ মে অক্ষয় তৃতীয়ার আগে, সোনার বাজারের এই পরিস্থিতি রীতিমতো তাৎপর্যপূর্ণ।

 অক্ষয় তৃতীয়ার আগে কী অবস্থা সোনার দোকানের?

অক্ষয় তৃতীয়ার আগে কী অবস্থা সোনার দোকানের?

একদিকে বিভিন্ন রাজ্যে আংশিক লকডাউন বা লকডাউনের মতো কড়া বিধি আরোপিত হয়েছে, অন্যদিকে করোনার বাড়-বাড়ন্তের জেরে দোকানগুলিতে ভিড় দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সোনার গহনার হোম ডেলিভারি চালু করেছে বহু দোকান। তবে অক্ষয় তৃতীয়ার সময় যে বিকিকিনি হয়, তা এবার দেখা যাচ্ছে না।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৬,৮৫০ টাকা হয়েছে আদ। ৭ মে ২৪ ক্যারেটে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম, ৪৯,৬৪০ টাকা হয়েছে। বিয়ের মরশুমে গতকাল কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩৪০ টাকা হয়েছে । সোনার দাম ২৪ ক্যারেটে হয়েছে ৪৯,৭৪০ টাকা।

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু অজানা কথারবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু অজানা কথা

বিভিন্ন শহরে সোনার দাম

বিভিন্ন শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৪,৯৭০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৯,০৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৪,৮০০ টাকা হয়েছে, এদিকে ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৫,৮০০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৬,৮৫০ টাকা ২২ ক্যারেটে হয়েছে, অন্যদিকে, ২৪ ক্যারেটে দাম ৪৯,৬৪০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

English summary
Gold Price latest news in India and Kolkata today May 7, 2021, latest news in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X