২৪ ডিসেম্বর সোনার দাম কি ৫০ হাজারের ঘরেই রইল! কলকাতা সহ ভারতের দরের ট্রেন্ড একনজরে
পর পর পাঁচদিনে পতনের মুখে সোনা। এদিন ২৪ ডিসেম্বর দেসে সোনার দাম ফের একবার মুথ থুবড়ে পড়েছে ভারতের বাজারে। সোনার দাম এদিন কমতির দিকে থাকলেও রুপো ছিল চাঙ্গা। এক নজরে দেখা যাক সোমবার ভারতে সোনার দাম (gold price ) ও রুপোর দাম (silver price) কত ছিল ভারতে।

সোনার দাম ভারতে
২৪ ডিসেম্বর সোনার দাম ১০ গ্রামে ০. ০৬ শতাংশ কমে গিয়েছে। যদিও তা সত্ত্বেও সোনার দাম এদিন ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫০ হাজার
টাকার গণ্ডি পার হয়েছে। এদিন ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫০, ০৭০ টাকা।

রুপোর দাম
এদিন রুপোর দাম যদিও উর্ধ্বমুখী ছিল। রুপোর দাম ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এদিন । এক কেজিত এই দাম বৃদ্ধি এদিন বেশ তাৎপর্য পেয়েছে বাজারে।ফলে ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৭,৬৪১ টাকা।

কলকাতায় সোনার দাম
এদিন কলকাতায় সোনার দাম ৪৯,৪০০ টাকা ছিল ২২ ক্য়ারেট সোনার ক্ষেত্রে। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনায় এদিন দাম ছিল ৫২,১০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ক্যারেটে ছিল ৪৭, ১৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,৪১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৭০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯, ৭০০ টাকা । দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৭৬০ টাকা, ২৪ ক্যারেটে ৫৩,১৯০ টাকা।
(তথ্য় সূত্র -গুড রিটার্নস)