২৩ ডিসেম্বর সোনার দাম হু হু করে সস্তা! কলকাতায় বছর শেষে দর কোনপথে
মঙ্গলবারও সস্তা হয়েছে সোনা। এরপর বুধবারও সোনার দাম সস্তা হয়েছে। এদিন ভারতের বাজারে সোনার দামে ফের পতন দেখা যায়। ২৩ ডিসেম্বর এদিন এমসিএক্স সূচকে সোনার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখা যাক।

সোনার দাম ২৩ ডিসেম্বর
সোনার দাম ২৩ ডিসেম্বর দাঁড়িয়েছে মাল্টিকোমিডিটি এক্সচেঞ্জে প্রতি ১০ গ্রামে ৫০, ০৫০ টাকা। ফলে দেখা গিয়েছে এদিন সোনার দাম ১০ গ্রামের হিসাবে কমেছে ০.০৬ শতাংশ। এই নিয়ে গত ৪ দিন পর পর তৃতীয়বার সোনার দাম নামল।

রুপোর দাম
এদিন রুপোর দাম ২৩ ডিসেম্বর এক কেজিতে দাঁড়িয়েছে ৬৬, ৮২০ টাকা। সূচকের হিসাবে এদিন দাম কমেছে ০.০৮ শতাংশ।

কলকাতায় সোনার দাম ২৩ ডিসেম্বর
সোনার দাম এদিন দাঁড়িয়েছে কলকাতায় ২২ ক্যারেটে ৪৯, ৩৯০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৫২,০৯০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৭, ১৩০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১, ৪১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৭৭০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯, ৭৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৭৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২, ০৯০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)

প্রশান্ত কিশোর আসলে 'ভাড়ার টাট্টু ঘোড়া', রাজ্য রাজনীতির 'হট টপিক' এখন পিকে!