২১ ডিসেম্বর সোনার দাম হু হু করে বাড়ছে! কলকাতায় সোমবার দর কোনদিকে
বছর শেষের আগে হু হু করে বাড়ছে সোনার দাম। আমেরিকায় স্টিমুলাস প্যাকেজ নিয়ে কার্যত সহমতে পৌঁছে গিয়েছেন কংগ্রেসের সদস্যরা। এমন এক পরিস্থিতিতে ২১ ডিসেম্বর সোনার দাম কোনদিকে যাচ্ছে , সেদিকে নজর রাখা যাক।

সোনার দাম ২১ ডিসেম্বর
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ফেব্রুয়ারি গোল্ড ফিউচারে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৫০,৬৭০ টাকা। এদিন দাম বেড়েছিল ১০ গ্রামে ০.৭৩ শতাংশ।

রুপোর দাম
এদিন ১ কেজিতে রুপোর দামও রয়েছে উর্ধ্বমুখী। ফলে ১ কেজিতে রুপোর দাম ২.৫৮ শতাংশ বেড়েছে। ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৯, ৮৪২ টাকা।

সোনার দাম কলকাতায়
২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৯, ৪৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় দাম দাঁড়িয়েছে ৫২,১৩০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
এদিন চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৬৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,০৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,৩৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০, ৩৭০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে দাম ৪৯, ৪৩০ টাকা, অন্যদিকে ৫২,১৩০ টাকা হয়েছে ২৪ ক্যারেটে সোনার দাম।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)

শুভেন্দুর সঙ্গে রাজীবের মিল খুঁজছে রাজনৈতিক মহল! একুশের আগে উৎকণ্ঠা তৃণমূলে