সোনার দাম হু হু করে সস্তা হল মঙ্গলবারেও! ২৯ সেপ্টেম্বর কলকাতায় দর কত জানুন
শেষ সেশনে বড়সড় লাফের পর ফের একবার মুখ থুবড়ে পড়ল সোনার দাম। বিশ্ব বাজারের ক্রমাগত সোনার দামের উত্থান পতনের মাঝে বর্তমানে সোনার দাম ভারতের বাজারে অনেকটাই কমতির দিকে। একনজরে দেখে নেওয়া যাক সোনার দাম আজ কোথায় গিয়ে ঠেকল।

সোনার দাম
এমসিএক্স গোল্ড ফিচারে অক্টোবর ফিচারে এদিন সোনার দাম ০.১ শতাংশ কম হয়েছে। ১০ গ্রাম সোনার দাম এদিন দাঁড়িয়েছে ৫০, ১৯০ টাকা। উল্লেখ্য, গত অগাস্ট মাসে সোনার দামের রেকর্ডের থেকে এদিনের সোনার দাম ৬০০০ টাকা কমেছে। উৎসবের মরশুমে যা অত্যন্ত স্বস্তি দিচ্ছে গহনা বিক্রেতাদের।

রুপোর দাম
রুপোর দাম এদিন এক কেজিতে অনেকটাই বেড়েছে। এক কেজি সোনার দাম এদিন ৬০, ৭৩০ টাকা হয়েছে। রুপোর দাম ০.৫ শতাংশ বেড়েছে আজ।

সোনার দাম কলকাতায়
সোনার দাম কলকাতায় ২২ ক্যারেটে আজ রয়েছে ৪৯,৫০০ টাকা। ২৪ ক্যারেটে এদিন কল্লোলিনী তিলোত্তমায় দাম রয়েছে ৫২,৪১০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৮,১৬০ টাকা। ২৪ ক্যারেটে রয়েছে ৫২,৫৩০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,০০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,০০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৯০০ টাকা, ২৪ ক্যারেটে ৫৩,৩৫০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)
আমলকি খেয়ে সুস্থ হোন! অগ্নিমিত্রা পালকে অনুপম হাজরার উপদেশ নিয়ে জল্পনা