২ ডিসেম্বর সোনা- রুপোর দামে হু হু করে পতন! কলকাতায় বিয়ের মাসে দর কোথায়
সোনার দাম (Gold Price) আগেই ৫০ হাজারে নিচে গিয়েছে ভারতের বাজারে। এরপর এদিনও ২০২০ সালের শেষ মাসে এসে সোনার দামে বিপুল পতন পরিলক্ষিত হয়। গতকালের উত্থানের পর এদিন প্রবল হারে পড়তে থাকে সোনার দাম। একনজরে ৩ ডিসেম্বরের আগে দেখে নেওয়া যাক সোনার দাম ও রুপোর দাম।

সোনার দাম ৩ ডিসেম্বরের আগে
এদিন ২ রা ডিসেম্বর সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৮, ৪৪৯ টাকা। ফলে ফেব্রুয়ারি গোল্ড ফউিচারে দাম হয়েছে ০. ২৪ শতাংশ কমে গিয়ে। এর আগে ১০ গ্রামে সোনার দাম ৭০০ টাকা শেষবার বেড়েছে।

রুপোর দাম
রুপোর দাম এদিন ৩ রা ডিসেম্বরের আগে ফের একবার ৬৫ হাজারের নিচে রয়েছে। ২ রা ডিসেম্বর রুপোর দাম ১ কেজিতে ১ শতাংশ পড়েছে। ফলে দাম হয়েছে ৬২, ৫৫৯ টাকা।

সোনার দাম
২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৭,৫০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৫০,৬০০ টাকা হয়েছে। ফলে সোনার দাম রীতিমতো বিয়ের বাজারকে প্রভাবিত করতে পারবে, বলে মনে করছেন অনেকেই।

মেট্রো শহরে সোনার দাম
মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭৬৩০ টাকা এবং ২৪ ক্যারেটে সোনার দাম রয়েছে ৪৮, ৬৩০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫, ৭৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯, ৮৯০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৩০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১, ৬০০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)

বাংলার বিকাশে অবাঙালিদের ভূমিকা বেশি, বিতর্কিত মন্তব্য দিলীপের, পাল্টা দিলেন কল্যাণ