সোনার দাম হু হু করে ফের কমতির দিকে! কলকাতায় দর কোথায় গিয়ে দাঁড়াল
সোনার দর গত সপ্তাহের শেষে কমতির দিকে গিয়েছিল। তারপর এই সপ্তাহের শুরুতে ক্রমাগত দামের কমতি অব্যাহত রয়েছে। সোমবার থেকে সোনার দর গত ৩ দিনের মতোই হু হু করে পড়ে গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক ২৪ অগাস্ট সোনার দর কেমন রয়েছে।

সোনার দাম আজ
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের হিসাব অনুযায়ী, অক্টোবর গোল্ড ফিচারে ০.৩ শতাংশ কমতে থাকে সোনার দর। ১০ গ্রামে সোনার দর কমে গিয়ে দাঁড়িয়েছে ৫১, ৮৬৫ টাকা।

রুপোর দাম আজ
রুপোর দাম আজ কমে গিয়ে দাঁড়িয়েছে ৬৬, ৪২৬ টাকায়। উল্লেখ্য, রুপোর দাম একটা সময় ৭২ হাজার টাকার গণ্ডি পেরিয়ে যায়। তারপর ক্রমাগত পতন হতে থাকে রুপোর দামে। এদিন এমসিএক্স সিলভার ফিচারে সেপ্টেম্বরের ফিচারের হিসাবে ১শতাংশ দাম কমেছে।

কলকাতায় সোনার দাম আজ
সোনার দাম আজ কলকাতায় ২২ ক্যারেটে ৫১,৭০০ টাকা রয়েছে। অন্যদিকে, কল্লোলিনী তিলোত্তমায় ৫৩,৮১০ টাকা রয়েছে ২৪ ক্যারেটের হিসাবে সোনার দর। ক্রমাগত চিন-মার্কিন বাণিজ্যের প্রবল টালবাহানার প্রভাব বিশ্বের সোনার দরে পড়তে শুরু করেছে। যার প্রভাব কলকাতাতেও পড়েছে।

সোনার দাম অন্যান্য শহরে
চেন্নাইতে এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ৫৪, ৫৮০ টাকা রয়েছে। চেন্নাইতে ২২ ক্যারেটে ৫০,০৩০ টাকা রয়েছে। মুম্বইতে সোনার দাম এদিন ২২ ক্যারেটে ছিল ৫০,৭১০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৫১,৭১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ছিল ৫০,৭০০ টাকা। ২৪ ক্যারেটে দিল্লিতে সোনার দাম ৫৫,৩১০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)