For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে! কলকাতার দর কোন দিকে দেখেনিন

সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে! কলকাতার দর কোন দিকে দেখেনিন

  • |
Google Oneindia Bengali News

এই নিয়ে পর পর ২ দিন সোনার দাম হু হু করে পড়েছে। বিশ্বে বাণিজ্যে প্রবল সংঘাতের জের বাজারে পড়েছে বলে মনে করা হচ্ছে। এদিন সোনার দাম সমান গতিতে পড়তে শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক সোনার দাম ১২ অগাস্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে?

 সোনার দাম

সোনার দাম

এমসিএক্স অক্টোবর গোল্ড ফিচার অনুযায়ী সোনার দাম ৩ শতাংশ পড়েছে আজ। যারফলে ১০ গ্রামে সোনার দাম ১৫০০ টাকা কমেছে। এর জেরেই ১০ গ্রাম সোনার দাম এদিন সোজা ৫০ হাজারের গণ্ডিতে এসেছে। এদিন ১০ গ্রাম সোনার দাম ৫০,৪৪১ টাকা।

রুপোর দাম

রুপোর দাম

এমসিএক্স সিলভার ফিচারে রিপোর দাম ৫ শতাংশ নেমেছে গিয়েছে আজ। ফলে প্রতি কেজির হিসাবে ৫০০০ টাকা কমেছে আজকে। ১ কেজিতে আজ রুপোর দাম ৬১৯৭২ টাকা রয়েছে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম আজ ২৪ ক্যারেটে ছিল ৫৩, ৪৫০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটে সোনার দাম এদিন শহরে ছিল ৫০, ৭৫০ টাকা।

 দেশের অন্যান্য শহরে সোনা

দেশের অন্যান্য শহরে সোনা

চেন্নাইতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫৪, ৬৮০ টাকা। ২২ ক্যারেটে ছিল ৫০১৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫৪,৪০০ টাকা। দিল্লিতে ২৪ ক্য়ারেটে সোনার দাম এদিন রয়েছে ৫৪,৫০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫৪, ৬০০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)

সপ্তাহ শেষে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা হাওয়া অফিসেরসপ্তাহ শেষে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা হাওয়া অফিসের

English summary
Gold price in India falls , know kolkata rate on 12 August in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X