For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দামে হু হু করে ফের পতন শুরু, ১২ মে কলকাতা সহ বাকি শহরের দর একনজরে

সোনার দামে হু হু করে ফের পতন শুরু, ১২ মে কলকাতা সহ বাকি শহরের দর একনজরে

  • |
Google Oneindia Bengali News

সোনার দামে ফের একবার পতন শুরু। ভোট মিটতেই যেখানে দেশের জ্বালানির বাজারে আগুন, সেখানে সোনালী ধাতুর বাজার কার্যত নিম্নমুখী। তবে বিশেষজ্ঞরা বলছেন, যে সমস্ত বিলগ্নীকারীরা সোনা নিয়ে উদগ্রীব , তাঁরা যেন এই সময় সোনা কিছুটা কিনে রাখেন। যা ভবিষ্যতে তাঁদের সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারে।

সোনার দাম

সোনার দাম

সোনার দাম মঙ্গলবার বাজার শেষের সময় ৩১১ টাকা পড়েছে। এদিকে, ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আপাতত ৪৭,৪৮১ টাকা। অর্থাৎ সোনার দাম ০.৩২ শতাংশ পড়েছে । ফলে সোনার দাম টাকার অঙ্কে পড়েছে ১৫২ টাকা।

রুপোর দাম

রুপোর দাম

১২ মে রুপোর দাম ০.৭৪ শতাংশ পেড়েছে ১ কেজিতে। ফলে চাকার বিচারে রুপোর দাম ১ কেজিতে সস্তা হয়েছে ৫২৯ টাকা। যার জেরে এদিন রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে ৭১,৪০০ টাকায়।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

১২ মে কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৮০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯৫৬০ টাকা। এর আগে ১১ মে ,২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৬,০০০ টাকা ছিল শহরে। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৭৫০ টাকা হয় গতকাল।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

প্রসঙ্গত, চেন্নাইতে সোনার দাম ৪৫,০০০ টাকা ২২ ক্যারেটে হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯০৯০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম আজ ৪৪,৭২০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৫,৭২০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৯০০ টাকা, ৪৯,৯০০ টাকা সোনার দাম হয়েছে ২৪ ক্যারেটে।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

English summary
Gold Price in India and Kolkata today May 12, 2021, latest news in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X