For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম ফের হু হু করে সস্তা হল, ২২ মার্চ কলকাতায় দর কোথায় উঠল

  • |
Google Oneindia Bengali News

সোনার দাম ফের একবার ৪৫,০০০ জনের নিচে নেমে গিয়েছে। গত ২০২০ সালের অগাস্ট মাসে এই দাম রীতিমতো রেকর্ড গড়েছিল। সেই জায়গা থেকে ২০২১ সালের শুরু থেকেই এই দাম অনেকটাই নিচে নামতে শুরু করেছে। এবার দেখা যাক, ২২ মার্চ সোনার দাম এহার কোনদিকে যাচ্ছে। বিশেষত যেখানে করোনার দ্বিতীয় স্রোত নিয়ে আলোচনা হচ্ছে এবং দেশে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে সারা দেশে, সেখানে সোনার দামের পরিস্থিতি কোনদিকে যাচ্ছে দেখা যাক।

সোনার দাম

সোনার দাম

সোনার দাম ১০ গ্রামে এদিন দাঁড়িয়েছে ৪৫০০০ টাকার নিচে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে ০.৫ শতাংশ নেমেছে। দেখা যাচ্ছে ১০ গ্রামে আজ সোনার দাম দাঁড়িয়েছে ৪৪৮১০ টাকা।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম ১ কেজিতে আজ দাঁড়িয়েছে, ৬৬০৭০ টাকা। মূলত রুপোর দাম ২ শতাংশ নেমে গিয়েছে আজ। ফলে সোনার সঙ্গে তাল মিলিয়ে যে রুপোরও দাম কমছে , তাও তাৎপর্যপূর্ণ দিক।

 সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায় এদিন ২২ ক্যারেটে ছিল ৪৪,৫৪০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,২১০ টাকা দাঁড়িয়েছে সোনার দাম।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

কলকাতায় সোনার দাম ৪৫ হাজারের ঘরে হলেও ২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪২,৪৯০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৩৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,২০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,২২০ টাকা। মুম্বইতে সোনার দাম২২ ক্যারেটে ৮০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৪,৮০০ টাকা।

English summary
Gold Price in India and Kolkata on March 22, 2021 in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X