সোনার দাম হু হু করে সস্তা হচ্ছে! ৮ ফেব্রুয়ারি কলকাতায় কোথায় দাঁড়াল দর
সোনার দাম ইতিমধ্যেই ৫০ হাজার থেকে নেমে অনেকটাই সস্তা। গত ২০২০ সালের অগাস্টে সোনার সর্বোচ্চ দাম ৫৬ হাজার টাকার গণ্ডি পেরিয়ে যায়। এদিকে, সোনার দামের এই পরিবর্তনের ফলে বাজারের গতিবিধি আজ কোনদিকে এগোচ্ছে দেখা যাক।

সোনার দাম ৮ ফেব্রুয়ারি
সোনার দাম ৮ ফেব্রুয়ারি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৭,২০০ টাকা। এদিকে, ১০ গ্রামে সোনার দর এদিন ০.১২ শতাংশ নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম হু হু করে এবার পতনের দিকে যাবে। অনেকের মতে দাম ৪৫ হাজারেও এবার নেমে আসতে পারে।

রুপোর দাম
এদিন রুপোর দাম ০.৩১ শতাংশ পড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৮,৫২৬ টাকা। ফলে রুপোর দাম কেজি প্রতি ২১২ টাকা কমেছে।

সোনার দাম অন্যান্য শহরে
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪,৫৮০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৪৮,৬৩০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৬, ৩৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৪৭, ৩৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,২০০ টাকা। ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৫০,৪০০ টাকা।
( তথ্যসূত্র -গুড রিটার্নস )

কলকাতায় সোনার দাম
৮ ফেব্রুয়ারি কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ছিল ৪৬৭৯০ টাকা। ২৪ ক্যারেটের দাম ছিল ৪৯,৪৯০ টাকা । ফলে সোনার দাম কলকাতার বুকে এমন জায়গায় আসায় স্বর্ণ ব্যবসায়ীরা রীতিমতো খুশি।
কৃষি আইনের বিরোধিতায় বেকায়দায় কংগ্রেস, মনমোহনে সামনে রেখে খোঁচা প্রধানমন্ত্রী মোদীর