সোনার দাম ১৮ জানুয়ারি রেকর্ড পতন! সোমবার কলকাতার দর একনজরে
বিয়ের মরশুম জোরদারভাবে শুরু হয়েছে। এদিকে, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ও ভ্যাকসিনের মতো ফ্যাক্টর বাজারে প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে বলে খবর। এমন এক সময়ে সোনার দামে ব্যাপক পতন পরিলক্ষিত হতে শুরু করল। তৃতীয় দিনেও সোনার দামে এবার জোরদার পতন দেখা গিয়েছে। একনজরে দেশে সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল দেখা যাক।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ১০ গ্রামে পড়েছে ০.১৪ শতাংশ। যা গত এক মাসের বেশি সময়ে অনেক বেশির দামের পতনের সমতুল্য। টানা তিনদিনে এমন পতন যে ভারতের বাজারে প্রভাব ফেলছে, তা বলাই বাহুল্য। ডলারের দাম প্রবলভাবে পোক্ত হতেই এদিন বিশ্ব বাজারে সোনার দামে পতন দেখা যায়।

রুপোর দাম
এদিকে, রুপোর দাম এদিন এক কেজতে ০.৩ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজি রুপোর দাম হয়েছে ৬৪, ৯৮৪ টাকা।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৮, ৩৯০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,৯৮০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬, ০২০ টাকা ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯, ৫৭০ টাকা। মুম্বইতে সোনার ২২ ক্যারেটে সোনার দাম ৪৭, ৯৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮, ৯৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৬৫০ টাকা। ২৪ ক্যারেটে ৪৮, ৯৬০ টাকা।
(তথ্য সূক্র গুড রিটার্নস)

২১-এর নির্বাচনে নন্দীগ্রাম থেকেই প্রার্থী! তৃণমূলের সভা থেকে ঘোষণা মমতার