For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম ফের কমতির দিকে! কলকাতা সহ বাকি শহরে দর কোথায় পৌঁছল

সোনার দাম ফের কমতির দিকে! কলকাতা সহ বাকি শহরে দর কোথায় পৌঁছল

Google Oneindia Bengali News

বিশ্বে সোনায় বিনিয়োগ বাড়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। এর সঙ্গে করোনার যোগ সরাসরি রয়েছে। যতই করোনা ভ্যাকসিন ঘিরে আশার আলো দেখা যেতে শুরু করেছে, ততই সোনাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন না বিনিয়োগকারীরা।

 সোনার দাম পড়েছে

সোনার দাম পড়েছে

এদিন ভারতীয় বাজারে সোনার দাম পড়েছে অনেকটাই। এমসিএক্স গোল্ড ফিচার্স বলছে, ০. ২ শতাংশ এদিন কমেছে সোনার দাম। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন হয়েছে, ৪৮,১৭১ টাকা।

 রুপোর দাম

রুপোর দাম

এদিন রুপোর দামও পড়েছে। এক কেজিতে রুপোর দাম ০.৪৮ টাকা পড়েছে। ফলে ৫০ হাজারের গন্ডি থেকে একটু নেমেছে রিপোর দাম। রুপোর দাম ৪৯,১৮৭ টাকা হয়েছে ১ কেজিতে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম এদিন ২৪ ক্যারেটে ৪৮ ,৮১০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৫২০ টাকা হয়েছে।

 দেশের বাকি শহরে কী পরিস্থিতি?

দেশের বাকি শহরে কী পরিস্থিতি?

চেন্নাইতে ২৪ ক্যারেটে সোনার দাম এখনও ৫০,৯৫০ টাকা রয়েছে। অন্যদিকে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬ হাজারের আশপাশে রয়েছে। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৮, ৩৬০ টাকা রয়েছে। মুম্বইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭, ৫৫০ টাকায় দাঁড়িয়েছে।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)

ভারতীয় সেনার বাহাদুরি অতুলনীয়! চিনকে আরও চাপে ফেলে লাদাখে জওয়ানদের তাতালেন মোদীভারতীয় সেনার বাহাদুরি অতুলনীয়! চিনকে আরও চাপে ফেলে লাদাখে জওয়ানদের তাতালেন মোদী

{quiz_211}

{document1}

English summary
Gold price in India and Kolkata in bengali on 4 July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X