৪ জানুয়ারি সোনার দাম ফের বাড়ল! সোমবার কলকাতার দর একনজরে
ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেন জুড়ে লকডাউনের নিয়ম কড়াকড়ি করার পর থেকে সোনার দামের গতি রীতিমতো উর্ধ্বমুখী। শুধু ব্রিটেন নয়, বহু দেশেই লাগু হয়েছে নতুন করে করোনার জেরে লকডাউন। এমন এক পরিস্থিতিতে ভারতের বাজারে সোনার দাম ৪ জানুয়ারি খানিকটা উর্ধ্বমুখী।

৪ জানুয়ারি সোনার দাম
সোমবার ব্রিটেনে লকডাউনের নিয়ম কড়া হওয়ার পর জাপানেও করোনার প্রকোপ ঘিরে আপৎকালীন পরিস্থিতি ঘোষিত হয়। এরপরই সোনার দাম এদিন এমসিএক্স ফিউচারে ১.২৩ শতাংশ বাড়ে। ফলে ১০ গ্রামের সোনার দাম দাঁড়িয়েছে ৫০, ৮৬০ টাকা। ১০ গ্রামে সোনার দাম ৬১৬ টাকা আজ বেড়েছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম ২.২১ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম বেড়েছে ১,৫০৪ টাকা। যার জেরে রুপোর দাম আপাতত ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৯, ৬২৭ টাকা।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৫০, ১৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৫২,৮৫০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইয়ে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৯২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২, ২০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,২২০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০, ২২০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ০৭০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৩, ৫২০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)

ফুল বদলের খেসারত, এবার সুনীল মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস