সোনার দাম ২৯ ডিসেম্বর রেকর্ড থেকে ৬ হাজার টাকা দূরে! কলকাতার দর একনজরে
সোনার দাম এদিন ফের একবার উর্ধ্বগামী হতে শুরু করল। তবে দামের গতি বাড়লেও, তা অগাস্ট মাসের রেকর্ডকে ছাপিয়ে যেতে পারেনি। আপাতত রেকর্ড থেকে ৬০০০ টাকা দূরে রয়েছে ২৯ ডিসেম্বরের সোনার দাম ।

সোনার দাম ২৯ ডিসেম্বর
মঙ্গলবার এমসিএক্স সূচেক ফেবরুয়ারি গোল্ড ফউচারে ১০ গ্রাম সোনার দাম ০.১১ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে এদিন সোনার দাম দাঁড়িয়েছে ৫০,০৬৭ টাকা। ভারতের মতো বিশ্ব বাজারেও সোনার দাম সামান্য বেড়েছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম দাঁড়িয়েছে এক কেজিতে ৬৮, ৬৫০ টাকা। ফলে সোনার দামের সঙ্গে রুপোর দামের গতি খানিকটা ব্যস্তানুপাতিক আজ। এদিন রুপোর দাম কমেছে ০.২৪ শতাংশ।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৯,৫৫০ টাকা। ২৪ ক্যারেট সোনায় কল্লোলিনী তিলোত্তমায় দাম ছিল ৫২,১৫০ টাকা। ফলে বিয়ের মরশুমের আগে এই দামের গতি রীতিমতো প্রাসঙ্গিক।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ছিল ৪৭,১৬০, ২৪ ক্যারেটে ছিল ৫১, ৪৬ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯, ২২০ টাকা, ২৪ ক্যারেটে ছিল ৫০ , ২২০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,৮১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫৩, ২৪০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস )