সোনার দামে ফের পতন! ২২ জানুয়ারি কলকাতার দর একনজরে
ভারতের বাজারে সোনার দামে পর পর ২ দিন ফের পতন দেখা গেল। বিশ্ব বাজারেও হলুদ ধাতুর দাম পড়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট পদে বাইডেনের অভিষেক ও ভারতে করোনা ভ্যাকসিন ঘিরে একাধিক ফ্যাক্টর এই ক্ষেত্রে কার্যকরী হয়েছে। দেখে নেওয়া যাক ২২ জানুয়ারি সোনার ও রুপোর দাম কোনদিকে।

সোনার দাম ২২ জানুয়ারি
সোনার দাম ২২ জানুয়ারি এমসিএক্স সূচকে ১০ গ্রামে পড়ে যায় ০.১১ শতাংশ। ফলে দাম দাঁড়িয়েছে ৪৯,৩৯৪ টাকা। এদিকে, এক আউন্সে বিশ্ব বাজারে সোনার দাম হয়েছে আজ ১,৮৬৩.৫৬ ডলার।

রুপোর দাম
এক কেজি রুপোর দামেও এদিন পতন আসে। রুপোর দাম ০.৭১ শতাংশ কমে এদিন দাঁড়িয়েছে ৬৬,৮২১ টাকা।

কলকাতায় সোনার দাম
কলকাতায় ২২ ক্যারেটে এদিন সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,১৭০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০, ৮৭০ টাকা। বিয়ের মরশুমে এই দামের গতিবিধি নিঃসন্দহে প্রভাব বিস্তার করে।

অন্যান্য শহরে সোনার দাম
এদিকে, চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬, ৬৪০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৮৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯৫৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮২৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫২,৬৩০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)

নন্দীগ্রামের মাটিতে থাবার জোর বাড়াতে ময়দানে মমতা! কোন স্ট্র্যাটেজিতে অধিকারীগড়ে নামছেন দিদি