সোনার দাম ২০ জানুয়ারি কোন পথে! বুধবার সোনালী ধাতুর দর একনজরে
সোনার দাম ক্রমাগত গত সপ্তাহে নিম্নমুখী ছিল। তবে এদিন মার্কিন প্রেসিডেন্টের শপথ ঘিরে আন্তর্জাতিক বাজারও প্রভাবিত। এমন এক পরিস্থিতিতে এদিন সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কোথায় গিয়ে দাঁড়াল, রুপোর দরই বা কোনদিকে দেখে নেওয়া যাক।

সোনার দাম ২০ জানুয়ারি
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৯,১১৯ টাকা। দেখা গিয়েছে ১০ গ্রামের হিসাবে এদিন সোনার দাম ০. ২৮ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম বেড়েছে ১৩৬ টাকা।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে বেড়েছে ০.৩৯ শতাংশ। ফলে রুপোর দর ১০ জানুয়ারি ১ কেজিতে বেড়েছে ২৫৯ টাকা। যার ফলে রুপোর দাম কেজি প্রতি দাঁড়াল ৬৬, ২৯৫ টাকা।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম এদিন দাঁড়িয়েছে ২২ ক্যারেটে ৪৮,৪৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,২৩০ টাকা হয়েছে কল্লোলিনী তিলোত্তমায়।

অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৬,৪৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৬৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেট ৪৮,১০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৬৬০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৯১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,২৬০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)

শুভেন্দুই প্রার্থী নন্দীগ্রামে! একুশের নির্বাচনে মমতাকে হারানোর ছক তৈরি বিজেপির