সোনার দাম ১৯ জানুয়ারি কোনদিকে! মঙ্গলবার কলকাতার দর একনজরে
ক্রমাগত পতনের পর আজে খানিকটা চাঙ্গা সোনার দাম। একদিকে মার্কিন প্রেসিডেন্টের মসনদে অভিষেক অন্যদিকে করোনার টিকাকরণ বাজারে প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজ্যে সোনার দামের গতি কোনদিকে যাচ্ছে বা দেশে সোনার দাম কত, তা দেখে নেওয়া যাক একনজরে।

সোনার দাম
সোনার দাম আজ বাজারে খানিকটা স্থিতিশীল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ২৪ ক্যারেটে সোনার দাম ০.১২ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামের সোনার দাম ৪৮, ৯৬০ টাকা হয়েছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে বেড়েছে ০.৩৭ শতাংশ। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৫, ৬৭৪ টাকা হয়েছে। এদিকে, করোনা অতিমারী ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়তে থাকার ফল কয়েকদিন ধরে ঘরোয়া বাজারেও পড়েছে।

কলকাতায় সোনার দাম
কলকাতার বাজারে সোনার দাম ২২ ক্যারেটে এদিন ৪৮,৪০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম বিয়ের মরশুমে দাঁড়িয়েছে ৫১১০০ টাকা। ফলে দামের গতি বিয়ের মরশুমের কলকাতাকে যে খানিকটা স্বচ্ছন্দ্যে রাখছে, তা বলাই বাহুল্য।

অন্যান্য শহরে সোনার দাম
১৯ জানুয়ারি দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৬৬০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫১৯৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৯৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৯৭০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,১৪০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০, ৩৩০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)
পথ চলার শুরুতেই বড়সড় ধাক্কা 'কো-উইন’ অ্যাপে, দেশজুড়ে থমকাচ্ছে করোনা টিকাকরণ