সোনার দাম ১১ জানুয়ারি হু হু করে পতনের দিকে! কলকাতায় সোমবারের দর একনজরে
ক্রমাগত পতনের দিকে যেতে শুরু করেছে সোনার দাম। এই নিয়ে পর পর ২ দিনে সোনার দাম ২৩০০ টাকা কমে গিয়েছে। এদিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম পতনের দিকে গেলেও, আন্তর্জাতিক বাজারে নিজের পোক্ত জমি ধরে রেখেছে সোনা।

সোনার দাম ভারতে ১১ জানুয়ারি
১১ জানুয়ারি সোনার দাম দেশে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফেব্রুয়ারির গোল্ড ফিউচারে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৮, ৭৬০ টাকা। ফলে গত অগাস্টের রেকর্ড দাম বৃদ্ধির থেকে আপাতত অনেকটাই কম সোনার দাম। এদিন সোনার গাম ১০ গ্রামে ৪২ শতাংশ কমেছে।

রুপোর দাম
এদিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ০.৫ শতাংশ কমেছে। ফলে ১ কেজি রুপোতে দাম দাঁড়িয়েছে ৬৩, ৯১৪ টাকা। যা আসন্ন বিয়ের মরশুমে তাৎপর্যবাহী।

কলকাতায় সোনার দাম
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, সোনার দাম কলকাতায় ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮,৭৮০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫১,৪৮০ টাকা।

দেশের অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে চোন্নাইতে সোনার দাম ৪৬, ৬২০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০, ৮৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৪৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৯, ৪৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৪৫০ টাকা, সেখানে ২৪ ক্যারেটে দাম ৫২, ৮৪০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)

কৃষকদের জন্যে বড় জয়, আইন সংক্রান্ত সুপ্রিম নির্দেশিকায় বড় ধাক্কা খেল কেন্দ্র!