সোনার দাম বিয়ের মরশুমে সস্তার পথে! কলকাতায় কোথায় ঠেকল দর
ভারতের আনলক পর্বের শুরুর দিক থেকেই সোনার দাম পর পর ৪ দিন পতনমুখী। ক্রমেই লকডাউনের পঞ্চমপর্বে সোনার দাম সস্তা হতে দেখা যাচ্ছে । ফলে সোনা বিক্রেতাদের মুখে হাসি ফুটলেও, বিনিয়োগকারীদের মুখে সেভাবে হাসি ফোটেনি! দেখে নেওয়া যাক কোথায় গিয়ে ঠেকছে সোনার ও রুপোর দাম।

সোনার দাম
এদিন সোনার দাম ১৮ ক্যারেট থেকে ২৪ ক্যারেটে অনেকটাই সস্তা হয়েছে। ১০ গ্রামে ৩৮৬ টাকা কমতে দেখা গিয়েছে সকলারে দিকেই। ফলে সকালে সোমার দাম পড়তে শুরু করে। ১০ গ্রামে দাম দাঁড়ায় ৪৬,৬৮৯ টাকা।

রুপোর দাম
বিয়ের মরশুমে রুপোর দামও বেশ সস্তা হতে শুরু করে দিয়েছে। রুপোর দাম প্রতি কেজিতে দাম কমতে শুরু করে। রুপোর দাম প্রতি কেজিতে আপাতত ৪৮,২২০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২৪ ক্যারেটে এদিন ৪৮,৩০০ টাকা ছিল। ২২ ক্যারেটে তা ৪৬,৯০০ টাকা হয়।

দিল্লি, মুম্বইয়ের পরিস্থিতি
দিল্লিতে, সোনার দাম ২২ ক্যারেটে ৪৫, ৪৫০ টাকা। ২৪ ক্যারেটে ৪৬,৬৫০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৪,৬৮০ টাকা। ওই শহরে ২৪ ক্যারেট সোনার দাম ৪৮,৭৮০ টাকা। মুম্বইতে সোনার জাম ৪৫ ,৯০০ টাকা ২২ ক্যারেটে। ২৪ ক্যারেটে সেই দাম ৪৬, ৯০০ টাকা।

ভারত-চিন সীমান্তে সামরিক তৎপরতা নিয়ে ফের কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর!