গঙ্গারামপুরে অভিনব কায়দায় ছাগল চুরি, আটক ১
অভিনব কায়দায় ছাগল চুরির ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ব্লকে ফুলবাড়ি এলাকায়। সকাল সকাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন যুবক ছাগল চুরি করে একটি মারুতি গাড়িতে চেপে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ফোন করে খবর দেয় ফুলবাড়ী ট্রাফিক পুলিশকে। ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা সেইমতো এক এক এক করে গাড়ি চেক করতে শুরু করেন। কিছু পরেই ছাগল সহ মারুতি গাড়ি আটক করেন তাঁরা। আটক করা হয় এক অভিযুক্তকেও। যদিও আরও দুই যুবক পলাতক।
সিভিক ভলেন্টিয়ার সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবক বংশিহারি ব্লকের বুনিয়াদপুরের বাসিন্দা। বেশ কিছুদিন থেকেই এই চক্র এলাকা থেকে একের পর এক ছাগল গায়েব করত বলে অভিযোগ।
ছাগলের মালিক বুলি ধানুয়ার জানিয়েছেন, রাস্তার ধারে বাধা ছিল ছাগলটি। মারুতিতে কয়েকজন যুবক এসে ছাগলটি তুলে নিয়ে যায় বলে অভিযোগ।