For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড় ফের অগ্নিগর্ভ, বিস্ফোরণের পরেই পুড়ল মোর্চা অফিস, ফরেস্ট বাংলোও

সপ্তাহখানেক ধরে পাহাড়ে অশান্তির আঁচ স্তিমিত। তা থেকে মনে করা হচ্ছিল পাহাড় এবার শান্তির পথে ফিরতে চাইছে। এরই মধ্যে ঘটে গিয়েছে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা।

Google Oneindia Bengali News

ফের অগ্নিগর্ভ পাহাড়। একদিকে বিস্ফোরণে কেঁপে উঠল দার্জিলিংয়ের চকবাজার। আর তার খানিক বাদেই লেবং-এ দাউ দাউ আগুনে জ্বলল গোর্খা জনমুক্তি মোর্চার পার্টি অফিস। মোর্চার দফতর পুড়ে ছাই হয়ে যায় শুক্রবার রাতে। একই রাতে বাদামতাম এলাকায় একটি ফরেস্ট বাংলোতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[আরও পড়ুন: দার্জিলিংয়ে সুপার মার্কেট এলাকায় শক্তিশালী বিস্ফোরণ, তদন্তে সিআইডি][আরও পড়ুন: দার্জিলিংয়ে সুপার মার্কেট এলাকায় শক্তিশালী বিস্ফোরণ, তদন্তে সিআইডি]

মোর্চার অভিযোগ, তাঁদের কার্যালয়ে আগুন লাগানো হয়েছে পুলিশের তরফে। যদিও পুলিশ-প্রশাসনের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা পুলিশের অভিযোগ, মোর্চাই নিজেদের অফিসে আগুন লাগিয়ে পুলিশের ঘাড়ে দোষ চাপাচ্ছে। উত্তেজনা ছড়ানোর জন্যই এসব করছে মোর্চা। ফরেস্ট বাংলোতেও এদিন আগুন লাগায়। মোর্চার বিরুদ্ধে এই আগুন লাগানোর অভিযোগ।

পাহাড় ফের অগ্নিগর্ভ, বিস্ফোরণের পরেই পুড়ল মোর্চা অফিস, ফরেস্ট বাংলোও

সপ্তাহখানেক ধরে পাহাড়ে অশান্তির আঁচ স্তিমিত। তা থেকে মনে করা হচ্ছিল পাহাড় এবার শান্তির পথে ফিরতে চাইছে। এরই মধ্যে ঘটে গিয়েছে কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা। দিল্লিতে মোর্চার সঙ্গে বৈঠক হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি মোর্চাকে যেমন আন্দোলন থেকে সরে আসার বার্তা দিয়েছিলেন, আলোচনা শুরু করার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর প্রতি।

তারপর আন্দোলনে ভাটা পড়লেও আলোচনা শুরু হয়নি। আবার মোর্চা হিংসাশ্রয়ী কোনও আন্দোলন না করলেও, গুরুংরা যে গোর্খাল্যান্ড-আন্দোলনের পথ থেকে সরবেন না, তাও জানিয়ে দিয়েছিল। এরই মধ্যে শুক্রবার রাতে আগুন ছড়াল ফের। বিস্ফোরণ তো হলই, তারপর আগের মতো আগুন জ্বলল সরকারি দফতরে। আগুন জ্বলল মোর্চা অফিসেও।

দু-মাসেরও বেশি সময় ধরে পাহাড় উত্তপ্ত। পুলিশের গাড়ি, থানা, আউটপোস্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরে আগুন লাগিয়ে দেওয়া হয়। মোর্চার অফিসও আগুনে পোড়ে। চকবাজারের মোর্চার আগুনের পর এবার লেবংয়ে মোর্চার কার্যালয়ে আগুন লাগে। পাহাড়ে নানা অশান্তির ঘটনায় প্রাণহানিও ঘটে একাধিক। এরপর কিছুদিন বিরতির পর ফের আগুন জ্বলল পাহাড়ে। ফের উত্তেজনা ছড়়াল এলাকায়।

English summary
GJM party office is burnt in fire of violence after explosion in Darjeeling.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X